কোমা থেকে না ফেরার দেশে আফগান ক্রিকেটার

0
99

বাংলা খবর ডেস্ক:
২৯ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান নাজিব তারাকাই। সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হওয়ার পর চার দিন কোমায় ছিলেন তিনি। মঙ্গলবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড টুইটারে নাজিবের মৃত্যুর খবর নিশ্চিত করে।

গত শুক্রবার আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি প্রাইভেটকারের ধাক্কায় মারাত্মকভাবে আহত হন নাজিব। তখন থেকেই আইসিইউতে ছিলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেয়ার ব্যবস্থা করছিল। তার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

আফগানিস্তানের হয়ে ১টি ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন নাজিব। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটাও খেলেছেন বাংলাদেশের বিপক্ষেই, গত বছরের সেপ্টেম্বরে।

আর গত মাসে ঘরোয়া ক্রিকেটে শেষবারের মতো নেমেছিলেন ২২ গজে।

২৪ প্রথম শ্রেণীর ম্যাচে ৪৭.২০ গড়ে করেছেন ২ হাজার ৩০ রান। অফস্পিনে নিয়েছেন ২১ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here