করোনায় বেড়ে গেছে ধনকুবেরদের সম্পত্তি

0
82

বাংলা খবর ডেস্ক:
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৬৩ লাখ ৯৪ হাজার একশ ৫৬ জন এবং মারা গেছে ১০ লআখ ৬০ হাজার চারশ ৬২ জন। এখনো প্রতিদিন বহু মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে ও মারা যাচ্ছে।

করোনাকালে শারীরিক দূরত্ব যেমন বেড়েছে সেই সঙ্গে দরিদ্র কোটি কোটি মানুষ আরো দরিদ্র হয়ে গেছে। অন্যদিকে ধনকুবেরদের সম্পত্তি বেড়েছে রেকর্ড পরিমাণে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিল মাস থেকে জুলাইয়ে ধনকুবেরদের সম্পত্তি ২৭ দশমিক পাঁচ শতাংশ বা ১০ লাখ ২০ হাজার কোটি ডলারেরও বেশি বেড়ে গেছে।

২০১৭ সালে তাদের সম্পত্তি ফুলে-ফেঁপে ওঠার ঘটনা ঘটেছিল; বিশ্ববাজারে শেয়ারের মূল্য বেড়ে যাওয়ার কারণে এ ঘটনা ঘটেছিল।

করোনাকালে নিজেদের বিরাট লাভ করতে পেরেছেন প্রযুক্তি খাতের ধনকুবেররা। তাদের সম্পত্তির পরিমাণ ৪১ শতাংশ বেড়ে গেছে। ফায়দা লুটেছেন স্বাস্থ্যখাতের ধনকুবেররাও।

জানা গেছে, জেফ বেজোসের দুই হাজার ৯৯০ কোটি মার্কিন ডলার, বিল গেটসের এক হাজার ১৯ কোটি ডলার, বারনার্ড আরনল্টের এক হাজার ২৮০ কোটি ডলার, মার্ক জুকারবার্গের তিন হাজার ১৪০ কোটি ডলার, ল্যারি পেজের ১ হাজার ৪২০ কোটি ডলার, মুকেশ আম্বানির ১ হাজার ৯৯০ কোটি ডলার, ম্যাকেনজি বেজোসের ১ হাজার ৪০ কোটি ডলার এবং ইলন মাস্কের ৯৫০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি বেড়েছে।

সূত্র : বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here