করোনায় আক্রান্ত হওয়া ঈশ্বরের আশীর্বাদ: ট্রাম্প

0
75
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়াটা ঈশ্বরের আশীর্বাদ ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর স্থানীয় সময় বুধবার একটি ভিডিও বার্তায় এই মন্তব্য করেন ট্রাম্প।

ওই ভিডিও বার্তায় ট্রাম্প আবারো তার নির্বাচনী প্রচারণা শুরু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং তিনি যে সুস্থ আছেন সেটি নিয়েও কথা বলেন। তবে এটি এখনো স্পষ্ট হওয়া যায়নি যে এখনো করোনায় আক্রান্ত কিনা ট্রাম্প।

ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, আমার মনে হয় যেটায় আমি আক্রান্ত হয়েছি সেটা ছিল ঈশ্বরের আশীর্বাদ।

এদিকে করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যেই বুধবার হোয়াইট হাউসে অফিস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের চিকিৎসক সিন কনলে জানিয়েছেন যে ট্রাম্পের গত ২৪ ঘণ্টা ধরে কোনো করোনার উপসর্গ নেই এবং চারদিনের বেশি সময় ধরে তার জ্বর নেই।

মার্কিন স্থানীয় সময় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ট্রাম্প নিজেই টুইট বার্তায় সস্ত্রীক করোনায় আক্রান্ত হওয়ার খবরটি জানান। এরপর অবস্থার অবনতি হলে স্থানীয় সময় শুক্রবার ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ইতোমধ্যে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here