ইউক্রেনকে ২-১ গোলে হারিয়েছে জার্মান

0
83

বাংলা খবর ডেস্ক:
উয়েফা নেশন্স লীগে জয়ের স্বাদ পেতে দীর্ঘ অপেক্ষা ফুরিয়েছে জার্মানির। শনিবার রাতে ইউক্রেনকে তাদের মাঠে ২-১ গোলে হারিয়েছে জোয়াকিম লোয়ের দল। ছয় ম্যাচ পর নেশন্স লীগে জয় পেল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গত আসরে দুটি করে হার ও ড্রয়ের পর এবারও শুরুটা ভালো হয়নি জার্মানির। স্পেনের সঙ্গে ইনজুরি টাইমে গোল হজম করে ড্রয়ের পর সুইজারল্যান্ডের সঙ্গেও পয়েন্ট খোয়ায় তারা।

কিয়েভে জয় পেতে মরিয়া জার্মানি শুরুতে ইউক্রেনের আক্রমণ সামলাতে ব্যস্ত ছিল। শুরুর সেই ঝড় সামলে ২০তম মিনিটে লিড নেয় জার্মানি। সফরকারীদের এগিয়ে দেন মাথিয়াস গিন্টার। প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলা জার্মানিকে ব্যবধান বাড়াতে দেননি ইউক্রেন গোলরক্ষক হিয়োর্হি বুশাচিন। প্রথমার্ধে ঠেকিয়েছেন নিশ্চিত তিনটি গোল।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে বুশাচিনের ভুলেই দ্বিতীয় গোল হজম করে ইউক্রেন।

ডানপ্রান্ত থেকে আসা ক্রস নাগালের মধ্যে থাকলেও গ্রিপে নিতে ব্যর্থ বুশাচিন। হেডে লক্ষ্যভেদ করেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার লেরয় গোরেৎজকা। জাতীয় দলের জার্সিতে ২৬ ম্যাচে ১২তম গোল করলেন তিনি। ৭৬ মিনিটে স্পটকিক থেকে ব্যবধান কমান রুসলান মালিনভস্কি।

নেশন্স লীগে নিজেদের গ্রুপে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জার্মানি। শীর্ষে থাকা স্পেনের সংগ্রহ ৭ পয়েন্ট। ইউক্রেনের সংগ্রহ ৩ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে তলানিতে সুইজারল্যান্ড। পরের ম্যাচে আগামী মঙ্গলবার জার্মানির মাঠে খেলবে সুইজারল্যান্ড। একই দিনে ইউক্রেনের মাঠে নামবে স্পেন।
আপনার মতামত দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here