সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন

0
80

বাংলা খবর ডেস্ক:
ক’দিন আগে প্রীতি ম্যাচে স্পেনকে আটকে দিয়েছিল পর্তুগাল। উয়েফা নেশন্স লীগে ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়নদের রুখতে পারেনি সুইজারল্যান্ড। শনিবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। লুইস এনরিকের দলের জয়টা সৌভাগ্যপ্রসূত। মিকেল ওয়ারসাবালের জয়সূচক গোলটা হয়েছে সুইসদের ভুলেই। সবচেয়ে বেশি দায় সফরকারী অধিনায়ক গ্রানিত জাকার।

রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে শুরুর ১৫ মিনিট ইঙ্গিত দিচ্ছিল রোমাঞ্চকর ম্যাচের। সময় গড়ানোর সঙ্গে কমেছে রোমাঞ্চ। দর্শকশূন্য ম্যাড়ম্যাড়ে ম্যাচ জিতে নিজেদের গ্রুপে শীর্ষস্থান আরো মজবুত করল স্পেন।

চতুর্দশ মিনিটে সুইসদের ভুলে লিড নেয় স্পেন। সুইস গোলরক্ষক ইয়ান সোমের বল বাড়িয়েছিলেন অধিনায়ক জাকার উদ্দেশ্যে। আর্সেনাল মিডফিল্ডার বলের কাছে পৌঁছাতে পারেননি। সেখান থেকে মিকেল মোরেনো পাস বাড়ান ওয়ারসাবালকে। রিয়াল সোসিয়েদাদ উইঙ্গার লক্ষ্যভেদ করতে ভুল করেননি।

এর আগে মুখোমুখি ২০ দেখায় ১৫ বারই স্পেনের কাছে হারা সুইজারল্যান্ড রক্ষণ জমাট রাখতে পারলেও সুযোগ তৈরিতে ব্যর্থ। দ্বিতীয়ার্ধে আনসু ফাতির বদলি হিসেবে আদামা ত্রায়োরে ও দানি ওলমোর জায়গায় সার্জিও কানালেস মাঠে নামলে আক্রমণে ধার বাড়ে স্পেনের। তবে সুইসদের জমাট রক্ষণ ভাঙতে পারেননি ত্রায়োরে-কানালেসরা।

সবমিলিয়ে টানা ১৫ ম্যাচ অপরাজিত রইল স্পেন। নেশন্স লীগে নিজেদের গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন। দুইয়ে থাকা জার্মানির সংগ্রহ ৫ পয়েন্ট। পরের ম্যাচে আগামী মঙ্গলবার জার্মানির মাঠে খেলবে সুইজারল্যান্ড। একই দিনে ইউক্রেনের মাঠে নামবে স্পেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here