এ বছর বিপিএল “না”

0
74

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় টি-টোয়েন্টি আসর বিপিএল। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, নানা সীমাবদ্ধতার কারণে এ বছর হচ্ছে না বিপিএল। পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর ফের মাঠে গড়াবে চার-ছক্কার এই আসর।

বিপিএল নিয়ে গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এ বছর হচ্ছে না বিপিএল। সামনের বছর দেখা যাবে। অবস্থা এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে সবকিছু। কোনো খেলাই আমরা বাদ দিতে চাইছি না।’

বিপিএলের প্রধান আর্কষণ বিদেশি খেলোয়াড়। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিদেশি খেলোয়াড়দের নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা কঠিন।

বিসিবিও চাইছে না বিদেশিদের ছাড়া সাদামাটাভাবে টুর্নামেন্টটি আয়োজন করতে। পাপন বলেন, ‘বিপিএলের কথা যখনই আসবে তখন বিদেশি ক্রিকেটার অবশ্যই থাকবে। একই সঙ্গে প্রোডাকশনের ব্যাপার আছে। এখন সেগুলো যদি আমরা করতে পারি বাংলাদেশে তাহলে ভালো, আমাদের কোনো আপত্তি নেই। বিপিএল বড় আসর। খেলোয়াড় সংখ্যা, টিম ম্যানেজমেন্ট সবই অনেক বেশি। সেটা হ্যান্ডেল করতে পারবো কিনা জানি না। বিপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি এখনও আমাদের সঙ্গে চুক্তিবদ্ধ নয়। আমাদের প্রথম কথা হচ্ছে কবে আমরা বিপিএল আয়োজন করতে পারবো। করছি কিনা এবং করলে কবে শুরু করতে পারছি এটা আমাদের প্রথম বিষয়। যখন পারবো তখন ভাববো যে নতুন ফ্র্যাঞ্চাইজি দেব নাকি এভাবেই চালাবো। মানে এগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, খেলাটি আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here