দেশে চালু হলো মাইক্রোসফটের উদ্যোগ

0
80

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশে চালু করা হয়েছে মাইক্রোসফটের উদ্যোগ ‘হাইওয়ে টু আ ১০০ ইউনিকর্নস’। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্টার্টআপ ইকোসিস্টেম শক্তিশালী করতে এই উদ্যোগ নিয়েছে ‘মাইক্রোসফট ফর স্টার্টআপস’।

ভারতে এ উদ্যোগের সফলতার পর বাংলাদেশেও চালু করা হলো এই উদ্যোগ। ভারতে ছয়টি প্রদেশ থেকে ৫৬টি স্টার্টআপ ইমার্জ এক্স প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। এই প্রতিযোগিতা থেকে ১৬টি দেশের অংশগ্রহণকারী স্টার্টআপগুলোর মধ্য থেকে বিজয়ীদের বৈশ্বিক বাজারে প্রবেশ সংক্রান্ত নানা সুবিধা দেওয়া হবে, যার মধ্যে রয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় মেন্টরদের নিয়ে ফাউন্ডার বুটক্যাম্প, বিনিয়োগপ্রাপ্তির সুযোগ, মেন্টরশিপ, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে সহায়তা।

এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আফিফ মোহাম্মদ আলী বলেন, ‘বাংলাদেশে স্টার্টআপগুলোর জন্য সহায়তামূলক ইকোসিস্টেম তৈরিতে মাইক্রোসফট কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মতো উদীয়মান বাজার বিশ্বের দ্রুত প্রবৃদ্ধিশীল অর্থনীতির মধ্যে অবস্থান করে নেবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here