পিএসজির সামনে ‘পুরোনো শত্রু’

0
96
মুখোমুখি পিএসজি-ম্যান ইউ

বাংলা খবর ডেস্ক:
গেলো মৌসুমের আক্ষেপ ভুলে চ্যাম্পিয়নস লিগ রানার্সআপ পিএসজি নতুন করে শুরুর সুযোগ পাচ্ছে আজ মঙ্গলবার। শুরুতেই ‘পুরোনো’ এক শত্রুর মুখোমুখি নেইমাররা। এক মৌসুম আগে দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নেওয়া ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে দলটি। দিনের অন্য ম্যাচে বার্সেলোনা ও জুভেন্তাসও মাঠে নামবে আজ।

‘এইচ’ গ্রুপে নেইমারদের বাকি প্রতিপক্ষরাও নিজেদের প্রথম ম্যাচটা খেলবে একই সময়ে। গত মৌসুমের কোয়ার্টার ফাইনালিস্ট রাজেন বলস্পোর্ট লিপজিগ আর ইস্তানবুল বাসেকশাহিরকে নিয়ে তাদের গ্রুপটাকে ধরা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের অন্যতম কঠিন গ্রুপ হিসেবেই। এমন এক গ্রুপে যাত্রাটা জয় দিয়ে শুরু হলে চাপটা নেমে আসে বেশ।

প্রতিপক্ষ ইউনাইটেডের বিপক্ষে পিএসজির সর্বশেষ স্মৃতিটা অবশ্য আদৌ সুখকর নয়। ২০১৮-১৯ মৌসুমে শেষ ষোলোয় পিএসজি প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানে জিতে নিজেদের মাঠে ফিরতি লেগে হেরেছিল ৩-১ ব্যবধানে। সেই ম্যাচের প্রতিশোধের ভাবনাটাও হয়তো থাকবে পিএসজি কোচের মগজে!

তবে চোট আর পুরোনো খেলোয়াড়দের ক্লাব ছাড়ার ফলে কাজটা কিছুটা কঠিনই পিএসজির। অভিজ্ঞ থিয়াগো সিলভা, এডিসন কাভানিরা দল ছেড়েছেন; যুতসই বদলি এখনো পায়নি ফরাসি চ্যাম্পিয়নরা। এদিকে চোটের কারণে ম্যাচে লিয়ান্দ্রো পারেদেস ও মার্কো ভেরাত্তির খেলা নিয়ে জেগেছে সংশয়। ফলে ইউনাইটেডই কিছুটা এগিয়ে থাকবে পিএসজির বিপক্ষে।

‘জি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ ফেরেংকভারোস। তবে এর আগে বার্সেলোনাকে চোখ রাঙাচ্ছে ফর্মহীনতা। মৌসুমের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিলেও পরের দুই ম্যাচে এক ড্র আর এক হারে দলের দুর্বলতাগুলো চোখে পড়েছে প্রকটভাবে। ফলে নিজেদের মাঠে এই ম্যাচের আগেও বেশ দুশ্চিন্তাই থাকবে কোচ রোনাল্ড কোম্যানের।

এদিকে বার্সার গ্রুপের সঙ্গী জুভেন্তাসও ডায়নামো কিয়েভের বিপক্ষে মাঠে নামবে। তবে করোনাক্রান্ত হওয়ার কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোকে এ ম্যাচে পাবে না কোচ আন্দ্রে পিরলোর দল। দিনের অন্য ম্যাচে ‘ই’ গ্রুপে চেলসি মুখোমুখি হবে ইউরোপা চ্যাম্পিয়ন সেভিয়ার, ‘এফ’ গ্রুপে বরুসিয়া আতিথ্য নেবে ল্যাজিওর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here