করোনা: এ পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯৯ জন

0
98

বাংলা খবর ডেস্ক:
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৬৯৯ জন হয়েছে।

আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৮০ জন।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৩৮০ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫৮৬ জন।

ভারতে একদিনে আরও ৫৮৭ প্রাণহানি:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৫৮৭ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে ১ লাখ ১৫ হাজার ১৯৭ জনের মৃত্যু হলো।

এই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ৭৯০ জন। ২৯ জুলাইয়ের পর দেশটিতে এই প্রথম দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে নামল।

এখনও পর্যন্ত ৭৫ লাখ ৯৭ হাজার ৬৩ জন মানুষ প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৭২০ জন। মোট সুস্থ ৬৭ লাখ ৩৩ হাজার ৩২৮ জন।

মঙ্গলবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত করোনার সর্বশেষ এই তথ্য জানিয়েছে এনডিটিভি।

করোনা সংক্রমণ ও মৃত্যুর হিসাবে শীর্ষে রয়েছে ভারতের মহারাষ্ট্র। রাজ্যটিতে এখনও পর্যন্ত ১৬ লাখ ১ হাজার ৩৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪২ হাজার ২৪০ জনের।

অন্ধ্রপ্রদেশ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৬ হাজার ৫০। এখনও পর্যন্ত ৬ হাজার ৪৫৩ জনের প্রাণহানি হয়েছে।

কর্নাটকে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭০ হাজার ৬০৪। তামিলনাড়ুতে ৬ লাখ ৯০ হাজার ৯৩৬ জন এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন।

কর্নাটকে করোনায় মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৪২ জনের। তামিলনাড়ুতে সংখ্যাটা ১০ হাজার ৬৯১।

উত্তরপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ৮৬৫। মারা গেছেন ৬ হাজার ৬৮৫ জন কোভিড রোগী। কেরালায় এ পর্যন্ত ৩ লাখ ৪৬ হাজার ৮৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ হাজার ১৮২ জনের।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়ালো ২ লাখ ২০ হাজার:

প্রাণঘাতী করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা সোমবার ২ লাখ ২০ হাজার ছাড়িয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে।

সিএসএসই’র পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৪ টা ২৫ মিনিট (গ্রীনিচ মান সময় ২০২৫ টা) পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা সংখ্যা ৮২ লাখ ছাড়িয়ে গেছে এবং এতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ২০ হাজার ২০ জনে দাঁড়ায়।

পরিসংখান অনুযায়ী, যুক্তরাষ্ট্রের রাজ্য পর্যায়ে মৃতের সংখ্যার দিক থেকে শীর্ষে থাকা নিউইয়র্কে ৩৩ হাজার ৩৬৬ জন করোনাভারাসে মারা গেছে। এদিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সাসে ১৭ হাজার ৪৬৮ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে। ক্যালিফোর্নিয়া, নিউজার্সি ও ফ্লোরিডায় মোট ১৬ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে মারা গেছে।

ম্যাসাচুসেটস, ইলিনইস, পেনসিলভানিয়া, জর্জিয়া ও মিশিগানে ৭ হাজারের বেশি লোক করোনার বলি হয়েছে।

করোনাভাইরাসে আক্রা আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। এ ভাইরাসে বিশ্বের মোট মৃত্যুর প্রায় ২০ শতাংশ এ দেশে ঘটেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here