চীন বাইডেনকে ‘কিনে’ নিয়েছে – ট্রাম্প

0
107

বাংলা খবর ডেস্ক:
মার্কিন নির্বাচনের শেষ মুহূর্তে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনকে এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, চীন চায় ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন এবার জিতুক। সোমবার এক সমাবেশে এই মন্তব্য করেছেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, জো বাইডেনের সমর্থনে চীন, বড় বড় প্রযুক্তি কোম্পানি এবং মূলধারার গণমাধ্যম তার বিরুদ্ধে সমাবেশ করেছে।

ট্রাম্পের আরও অভিযোগ, তারা বাইডেনকে ‘নিয়ন্ত্রণ’ করে এবং চায় বাইডেন জিতুক।

উত্তর ক্যারোলিনা রাজ্যে ট্রাম্প র‍্যালিতে আরও বলেন, বড় বড় প্রযুক্তি, মিডিয়া, ডোনার এবং বিশেষ মহল ঘুমন্ত বাইডেনকে জেতাতে মরিয়া। তারা চায় তিনি জিতুক। আমি আপনাদের বলি কারা চায় বাইডেন জিতুক। চীন। তারা আমাদের দেশকে নিয়ে নিবে কেননা তারা বাইডেনকে ‘কিনে’ নিয়েছে।

এছাড়া ট্রাম্প অভিযোগ করেছেন, বাইডেন ও তার পরিবার চীন থেকে অর্থ নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here