ম্যারাডোনার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার

0
77

বাংলা খবর ডেস্ক:
হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় সোমবার হাসপাতালে ভর্তি করা হয় কিংবদন্তির ফুটবলার দিয়েগো ম্যারাডোনাকে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার মস্তিষ্কে রক্ত জমাট (ক্লট) বেঁধে গেছে। মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি বেসরকারি ক্লিনিকে ম্যারাডোনার মস্তিষ্কে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির ব্যক্তিগত ডাক্তার লিওপোলদো লুক বলছেন, ‘সফলভাবে ক্লটটা সরাতে পেরেছি আমরা। ম্যারাডোনাও অস্ত্রোপচারের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছেন। সবকিছু নিয়ন্ত্রণে আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ নিউরোসার্জন রাউল মাতেরা বলেন, ‘রক্ত সরিয়ে নিতে ছোটখাটো একটা অপারেশন করতে হয়। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই রোগী হাসপাতাল ছাড়তে পারেন।’

ম্যারাডোনার অপারেশন হবে জেনে হাসপাতালের বাইরে ভিড় জমান বেশ কয়েকজন ভক্ত। তাদেরই একজন অস্কার মেদিনা।

সংবাদ সংস্থা এএফপিকে মেদিনা বলেন, ‘সর্বকালের সেরা ফুটবলারের পাশে থাকতে স্ত্রীকে নিয়ে চলে এসেছি।’ মাতিয়াস ডি স্কিওসিও নামে আরেক ভক্ত বলেন, ‘আমার খুব খারাপ লাগছে। কিন্তু শেষ দিন পর্যন্ত আমরা তার পাশে থাকবো।’

গত শুক্রবার ৬০-এ পা রাখেন আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপজয়ী মহাতারকা ম্যারাডোনা। করোনাভাইরাসের কারণে এবারের জন্মদিনটা সাদামাটাভাবেই উদযাপন করেন তিনি। অনেক বছর ধরে নানান শারীরিক সমস্যায় ভুগছেন ম্যারাডোনা। গত ১৫ বছরে দু’বার হার্ট অ্যাটাক করেও বেঁচে গেছেন। ম্যারাডোনার ব্যক্তিগত ডাক্তার জানিয়েছেন, অনিয়ন্ত্রিত জীবন যাপনের কারণে ইদানিং বেশি অসুস্থ হচ্ছেন সাবেক এ ফুটবলার। করোনার ভেতরে নাকি অতিরিক্ত মদ্যপান করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here