ডি মারিয়ার জোড়া গোলে টানা অষ্টম জয় পিএসজির

0
43

বাংলা খবর ডেস্ক:
মৌসুমের শুরুটা যাচ্ছেতাই হয়েছিল ফ্রেঞ্চ লিগ ওয়ানের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইর। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচ হেরে টেবিলের তলানিতে পৌঁছে গেছিল তারা। তবে ঘুরে দাঁড়াতে সময় লাগেনি খুব বেশি। সেই দুই পরাজয়ের পর এখন টানা ৮ ম্যাচ জিতল থমাস টুখেলের দল।

শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে রেনের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি। চলতি লিগে এটি তাদের টানা অষ্টম জয়। জাতীয় দলে ফেরার পরদিনই ক্লাবের হয়ে জোড়া গোল করে নিজের সামর্থ্যের প্রমাণ আরও একবার দিলেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।

চোটের কারণে এ ম্যাচটিতেও দলের সবচেয়ে বড় দুই তারকা নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপেকে পায়নি পিএসজি। তবু জয় তুলে নিতে সমস্যা হয়নি তাদের। ম্যাচের ১১ মিনিটের সময় ময়সে কিন ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান। প্রথম গোল পায় পিএসজি।

ব্যবধান দ্বিগুণ করতে মিনিট দশেক সময় নেন ডি মারিয়া। ম্যাচের বয়স যখন ২১ মিনিট, তখন অ্যান্ডেন হেরেইরার কাছ থেকে বল পেয়ে বুদ্ধিদীপ্ত ফিনিশিংয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। এর আগে ১৪ মিনিটের সময় ডি মারিয়ার একটি দর্শনীয় শট পোস্টে লেগে ফিরে আসে।

প্রথমার্ধে আর কোনো গোল পায়নি স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ফিরেও মিলছিল গোলের দেখা। অবশেষে ৭৩ মিনিটের সময় অপেক্ষার অবসান ঘটান আর্জেন্টাইন তারকা। ময়সে কিনের প্রথম গোলের মতো তিনিও ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের জাদুকরী শটে লক্ষ্যভেদ করেন। পিএসজি পায় ৩-০ গোলের জয়।

এ জয়ের পর দশ ম্যাচে ৮ জয় থেকে পাওয়া ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ৫ জয় ও ৩ ড্র’তে ১৮ পয়েন্ট নিয়ে রেনের অবস্থান তৃতীয়। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট পাওয়া লিল রয়েছে পিএসজি ও রেনের মাঝে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here