বাইডেনের অগ্রাধিকারে করোনা ভাইরাস মোকাবিলা

0
103

বাংলা খবর ডেস্ক:
প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন করোনা মহামারিকে শীর্ষ অগ্রাধিকার দিয়ে কর্মপরিকল্পনা সাজাচ্ছেন। এর পাশাপাশি তার পরিকল্পনায় রয়েছে অর্থনীতি পুনর্গঠন, বর্ণবাদ মোকাবিলা এবং জলবায়ু পরিবর্তন ইস্যু। ইলেকটোরাল কলেজ ভোট ২৭০ স্পর্শ করার আগেই তিনি জয় নিশ্চিত তা বুঝতে পেরেছিলেন। তবে নিজেকে ২৭০ অতিক্রম করার আগে বিজয়ী ঘোষণা করেননি। টানা তিনদিন অপেক্ষার পর শনিবার তিনি বিজয়ী বক্তব্য রেখেছেন। তাতে শত্রু-মিত্র ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অনলাইন বিবিসি এ খবর দিয়ে বলছে, এরই মধ্যে ক্ষমতা হস্তান্তর পরিকল্পনা নিয়েও কাজ করছেন তিনি। তার টিম বলেছে, করোনা ভাইরাস মহামারিকে তিনি সবার আগে মোকাবিলা করার পরিকল্পনা নিয়েছেন।
এর অধীনে মাস্ক পরা এবং করোনা টেস্ট করাকে গুরুত্ব দিচ্ছেন। যদিও প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এখনও পরাজয় মেনে নেন নি, তিনি আইনি চ্যালেঞ্জের পথে হাঁটছেন, তবু বসে নেই জো বাইডেন। এখনও কিছু রাজ্যে ভোট গণনা বাকি থাকলেও জো বাইডেন তার কাঙ্খিত ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট জিতে নিয়েছেন। তাই জানুয়ারিতে তিনি ক্ষমতা পাওয়ার পর কিভাবে সরকার পরিচালনা করবেন তা নিয়ে কাজ করছেন। মার্কিন মিডিয়ার মতে, ক্ষমতায় আসার পর প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। কিন্তু ক্ষমতা পাওয়ার পর ওই চুক্তিতে নতুন করে যুক্ত হওয়ার কথা বলেছেন জো বাইডেন। এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পক্ষে কাজ করছে এমন অভিযোগে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন ট্রাম্প। কিন্তু আবার বিশ্বস্বাস্থ্য সংস্থায় যুক্তরাষ্ট্রকে যুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। অন্যদিকে ট্রাম্প ক্ষমতায় আসার পর সাতটি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এ ছাড়া যেসব শিশু যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে অবৈধভাবে তাদেরকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আমলের নীতির অধীনে অভিবাসী মর্যাদা দেয়ার কথা বলেছেন বাইডেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here