ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব

0
83
সাকিব আল হাসান। ফাইল ছবি

বাংলা খবর ডেস্ক:
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টোয়েন্টি কাপ সামনে রেখে চলমান ফিটনেস টেস্টে সবাইকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে এক বছর পর ফিরে আসা সাকিব বিপ টেস্টে ১৩.৭ পয়েন্ট তুলেছেন। যা গত তিনদিন ধরে চলমান ফিটনেস টেস্টে সর্বোচ্চ স্কোর।

গত ৯ই নভেম্বর থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলা ক্রিকেটার ও হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্রিকেটাররা ছাড়া মোট ১১৩ জন ক্রিকেটারকে রাখা হয়েছে ফিটনেস টেস্টের তালিকায়। গত ২৯শে অক্টোবর নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আল হাসানের বিপ টেস্ট ছিল ৯ই নভেম্বর প্রথম দিনই। কিন্তু লম্বা বিরতির পর ফিরে আসা সাকিব ট্রেনারের সাথে পরামর্শ করে পিছিয়ে নেন সূচি। আজ বুধবার সকাল ১০ টায় মিরপুর ইনডোরে বিপ টেস্টে অংশ নেন টাইগার অলরাউন্ডার। ফিটনেস টেস্টের তৃতীয় দেন এসে সাকিব ছাড়িয়ে গেছেন সবাইকে।

প্রথমদিন নিহাদুজ্জামান তোলেন সর্বোচ্চ ১৩.৪।

একই দিন ব্যাটসম্যান রবিউল ইসলাম রবি তোলেন ১৩। গতকাল দ্বিতীয় দিন বিপ টেস্টে পেসার মেহেদী হাসান তোলেন ১৩.৬। যা সাকিব বিপ টেস্ট দেওয়ার আগে সর্বোচ্চ স্কোর ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here