তবে কি এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা? প্রথম দুই ম্যাচে বাজেভাবে শুরু করে ১৯৭৮ ও ১৯৮৬’র বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এখন অনেকটাই ব্যাকফুটে? দলটির অবস্থা এতই করুণ যে, এবারের রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের একবারে তলানীতে থাকা দলটির নামটাই যে আর্জেন্টিনা! ‘ডি’ গ্রুপের প্রথম দল হিসেবে সবার আগে শেষ ষোলোয় পা রেখেছে ক্রোয়েশিয়া।

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল তারকা লিওনেল মেসির আর্জেন্টিনা এবারের বিশ্বকাপটা শুরু করেছে একেবারে দু:স্বপ্নের মধ্য দিয়ে। রাশিয়ায় পা রেখেই মেসি- হিগুয়েইন-দিবালারা প্রথম ম্যাচে ১-১-এ ড্র করেছে বিশ্বকাপের নবাগত দল আইসল্যান্ডের কাছে।

বিশ্বকাপের ২১তম আসরে অংশ নিতে এসে মেসিরা প্রথম ম্যাচে আইসল্যান্ডের কাছে হোঁচট খাওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে শেষ ষোলো নিশ্চিত করার মিশনে নেমে একেবারে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে ১৯৯৮ বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জনকারী দল ক্রোয়েশিয়ার কাছে।

‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার শেষ ম্যাচ ২৭ জুন বুধবার নাইজেরিয়ার বিরুদ্ধে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।
আর্জেন্টিনার সামনে এখন এমন এক জটিল সমীকরণ দাঁড়িয়েছে, আগামীকাল নাইজেরিয়ার বিরুদ্ধে জিতে পুরো তিন পয়েন্ট আদায় করলেই চলবে না! দিনের অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে অবশ্যই হারতে হবে গত ২২ জুন (শুক্রবার) অনুষ্ঠিত ম্যাচে নাইজেরিয়ার কাছে ২-০ গোলে পরাস্ত হওয়া আইসল্যান্ডকে।
একদিকে মেসিদের হার! অন্যদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোল হজম করা নাইজেরিয়া আইসল্যান্ডকে অনেকটাই উড়িয়ে দিয়েছে আহমেদ মুসার দুর্দান্ত পারফরমেন্সে। ‘সেই’ আইসল্যান্ড যারা এবারের বিশ্বকাপে ফুটবলপ্রেমীদের চমকে দিয়েছে বিশ্বকাপ ফুটবল ইতিহাসের অন্যতম পুরনো টিম আর্জেন্টিনাকে রুখে দিয়ে। সবকিছু মিলিয়ে এখন এ কথা বলা যায়, রাশিয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের সমীকরণটাই এখন সবচেয়ে কঠিন।

তার উপর আবার আর্জেন্টিনা-নাইজেরিয়া একই গ্রুপের শেষ ম্যাচের আগে উত্তেজনা চরম আকার ধারণ করেছে।
পরিস্থিতিটাই এমন- ‘যেন ‘কেউ কারে নাহি ছাড়ে, সমানে সমান’।
আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে শতভাগ দিয়ে লড়াই করার ঘোষণা দিয়েছে আফ্রিকার সিংহ হিসেবে পরিচিত নাইজেরিয়া। দলটির স্ট্রাইকার ওডিওন
ইঘালো বলেছেন, এটা রীতিমতো যুদ্ধ হতে যাচ্ছে। কারণ তাদের জয় চাই।

নাইজেরিয়ার বিরুদ্ধে শেষ ষোলো নিশ্চিত করতে আর্জেন্টিনাও অবশ্যই চাইবে ম্যাচটি জিততে।
বিশ্বকাপে দুই দল এই নিয়ে পাঁচবার মুখোমুখি হবে। যদিও দলটি বিশ্বকাপে এখনো আর্জেন্টিনার বিরুদ্ধে হার এড়াতে পারেনি।
আর্জেন্টিনার জন্য নাইজেরিয়ার বিরুদ্ধে ম্যাচটি বাচাঁ-মরার লড়াই হলেও মুসাদের জন্য সমীকরণটি বেশ সহজ। মেসিদের হারাতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য দলটির শুধু ড্র করলেই চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here