বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

0
113
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিচ্ছে পাঁচ দল- বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, ফরচুন বরিশাল, গাজী গ্রুপ চট্টগ্রাম ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। আজ বৃহস্পতিবার প্রায় দুই ঘণ্টার প্লেয়ার্স ড্রাফট থেকে প্রতিটি দল ১৬ জন করে ক্রিকেটার নেওয়ার সুযোগ পায়। এর মধ্যে কাগজে কলমে শুধু শক্তিশালী নয় সবোর্চ্চ মূল্যের দল গঠন করেছে জেমকন খুলনা। সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিরিয়েছে দলটি। লটারির জন্য তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্য থেকে ৫ দলে মোট ৮০ জন ক্রিকেটার পেয়েছেন দল।

ড্রাফট শেষে দল গুলো চূড়ান্ত তালিকা:

জেমকন খুলনা:
সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম চৌধুরি, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

ফরচুন বরিশাল:
তামিম ইকবাল, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরি রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, কামরুল ইসলাম রাব্বি, আবু সায়েম, সোহরাওয়ার্দী শুভ।

বেক্সিমকো ঢাকা:
মুশফিকুর রহীম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, ইয়াসির আলি রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলি, শফিকুল ইসলাম, আবু হায়দার, পিনাক ঘোষ, রবিউল ইসলাম রবি।

গাজী গ্রুপ চট্টগ্রাম:
মুস্তাফিজুর রহমান, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, শামসুর রহমান, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রকিবুল হাসান (জুনিয়র), সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয়, মেহেদি হাসান।

মিনিস্টার গ্রুপ রাজশাহী:
মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে মাহমুদ রাব্বি, রনি তালুকদার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান রাজা, জাকের আলি, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, সানজামুল ইসলাম।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here