যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে ব্যারিস্টার সুমন

0
97
ছবি: ফেসবুক থেকে

বাংলা খবর ডেস্ক:
আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা করে নিয়েছেন সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটিতে আইন বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন তিনি।

শনিবার সম্মেলনের প্রায় এক বছর পর যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে শনিবার। ২০১ সদস্যের কমিটি ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ কমিটির তালিকায় শূন্য রয়েছে বেশ কয়েকটি পদ।

এদিন বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।

গত বছর ২৩ নভেম্বর জমকালো কংগ্রেসের মধ্যে দিয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছিল।

যুবলীগের কমিটিতে মাশরাফির নাম নিয়ে ধোঁয়াশা

ওদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়। তবে শনিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যায় পূর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশের পর সেখানে সাবেক অধিনায়কের নাম দেখা যায়নি।

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পদ পাওয়ার একটি খবর ভাইরাল হয়েছে। কিন্তু খবরটি ‘সত্য নয়’। কারণ, প্রেসিডিয়াম সদস্যদের যে তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে তার নাম নেই।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পাঠানো শনিবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

তবে শনিবার যুবলীগের যে কমিটি ঘোষণা হয়েছে সেখানে প্রেসিডিয়ামে মাশরাফীর নাম নেই। ৮ সদস্যদের প্রেসিডিয়ামে অবশ্যই একটি নাম ফাঁকা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here