সেমি-ফাইনাল খেলা হল না রোনালদোদের

0
327

বাংলা খবর ডেস্ক:
উয়েফা নেশনস লিগে স্বাগতিক ক্রোয়েশিয়াকে ৩-২ গোলে পরাজিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। জয় পেয়েও আসর থেকে বিদায় নিতে হল ক্রিশ্চিয়ানো রোনালদোদের। খেলা হল না সেমি-ফাইনালও।

নিজেদের মাঠে দুর্দান্ত শুরু করে ক্রোয়েশিয়া। এরই ধারাবাহিকতায় ২৯ মিনিটে এগিয়ে যায় তারা। ১-০ গোলের এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৫১ মিনিটে মার্কো রগ লাল কার্ড পেলে দশ জনের দলে পরিণত হয় ক্রোয়েশিয়া। এর এক মিনিট পরই রুবেন সেমেদোর পাস থেকে খেলায় সমতা আনেন দিয়াজ। আর ম্যাচের ৬০ মিনিটে পর্তুগালকে প্রথমবারের মত এগিয়ে নেন হোয়াও ফেলিক্স।

ম্যাচের ৬৫ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান কোভাসিচ। ম্যাচের অন্তিম মুহূর্তে পর্তুগালের হয়ে ম্যাচে আবারো গোল করেন দিয়াজ। ফলে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। ম্যাচে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচের ৫৪তম মিনিটে দেখেছেন হলুদ কার্ডও।

এদিকে লিগের অপর ম্যাচে অলিভার জিরুর জোড়া গোলে সুইডেনকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here