ডিআরইউ’র সভাপতি নোমানী, সাধারণ সম্পাদক মসিউর

0
127
সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান । ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মুরসালিন নোমানী (বাসস) ও সাধারণ সম্পাদক পদে মসিউর রহমান খান (সমকাল) নির্বাচিত হয়েছেন।

সোমবার সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল। নির্বাচনে ১৬৯৩ জন ভোটারের মধ্যে ১৩৮১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সহ-সভাপতি পদে ওসমান গনি বাবুল, যুগ্ম-সম্পাদক পদে আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল, অর্থ সম্পাদক পদে শাহ আলম নূর, দপ্তর সম্পাদক পদে জাফর ইকবাল, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক পদে মাকসুদা লিসা, সাংস্কৃতিক সম্পাদক পদে মিজান চৌধুরী, আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ নইমুদ্দীন বিজয়ী হয়েছেন। কার্যনির্বাহী সদস্য সাতটি পদে এমএম জসিম, আজিজুর রহমান (রহমান আজিজ), রুমানা জামান, মাহবুবুর রহমান, রফিক রাফি, নার্গিস জুঁই ও জাহাঙ্গীর কিরণ নির্বাচিত হয়েছেন।

এছাড়া নারী সম্পাদক পদে রীতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মাইদুর রহমান রুবেল ও কল্যাণ সম্পাদক পদে খালেদ সাইফুল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here