কাতারকে রুখে দেয়ার স্বপ্ন দেখছেন জামালরা

0
191

বাংলা খবর ডেস্ক:
বিশ্বকাপ বাছাইপর্বে আজ রাতে বাংলাদেশ ফুটবল দল মুখোমুখি হচ্ছে কাতারের। সব বিভাগেই এগিয়ে মধ্যপ্রাচ্যের দেশটি। তবুও কাতারকে রুখে দেয়ার স্বপ্ন দেখছেন জামাল ভূঁইয়ারা। আর কাতারও বাংলাদেশকে সমীহ করছে।
গতকাল সংবাদ সম্মেলনে কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বাস বলেন, ‘আমরা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলের সঙ্গে খেলতে যাচ্ছি। তারা বেশ ভালো সংগঠিত দল। আমরা জানি আমাদের অনেক বেশি নিখুঁত হতে হবে। আমরা চেষ্টা করবো গোল করতে।’
বাংলাদেশের কোচ জেমি ডে বলেছেন, তার প্রধান লক্ষ্য হবে কাতারের কাছে থেকে পয়েন্ট কেড়ে নেয়া।

রক্ষণ সামলে প্রতি আক্রমণ থেকে গোল আদায়ের চেষ্টা করবে বাংলাদেশ। জেমির পরিকল্পনা নিয়ে কাতারের কোচ বলেন, ‘জেমি তার দল সম্পর্কে অন্যদের চেয়ে ভালো জানেন। কোথায় শক্তি, কোথায় দুর্বলতা এগুলো তার জানা। যেভাবে ম্যাচ নিয়ে ভাবছেন তিনি, সেভাবেই পরিকল্পনা করবেন। নিশ্চয়ই চেষ্টা করবেন ফল তার পক্ষে নিতে।’
ঢাকায় দুই দলের প্রথম সাক্ষাতে কাতার জিতেছিল ২-০ গোলে। তবে ওই ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নদের ভালোভাবেই আটকে রেখেছিল বাংলাদেশ। কাতার দ্বিতীয় গোল পেয়েছিল ম্যাচের শেষ মিনিটে। ওই ম্যাচের স্মৃতি মনে করলেন বাস, ‘আগের ম্যাচে আমাদের জিততে একটু কষ্ট হয়েছে। বাংলাদেশ দল রক্ষণ সামলেছে অনেক নিচে নেমে। আবহাওয়া ভিন্ন ছিল। এসব সামলে খেলা সহজ ছিল না আমাদের জন্য।’
কাতারের আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সরাসরি দেখাবে টি স্পোর্টস ও বাংলা টিভি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here