দ্বিতীয় ম্যাচেও জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

0
47

বাংলা খবর ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয়ের দ্বারপ্রান্তে আছে বাংলাদেশ।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান তোলে টাইগাররা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪১ ওভার ব্যাট করে আফগানিস্তান ২০৫ রান করেছে। হারিয়েছে ৮টি উইকেট। ফলে তাদের প্রয়োজন ছিল আরও ১০১ রান। হাতে ছিল মাত্র দুটি উইকেট।

এর আগে ম্যাচটিতে ৩৪ রানের মধ্যে নিজেদের প্রথম তিনটি উইকেট হারায় আফগানরা। এরপরই দলের হাল ধরেন নাজিবউল্লাহ জাদরান ও ওপেনার রহমত শাহ।

তারা দুইজন মিলে চতুর্থ উইকেটে বড় জুটি গড়ার পথে আগাতে থাকেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিপদজনক হয়ে ওঠছিলেন এ দুজন। ৮৯ বল খেলে তারা ৯০ রানের জুটি গড়ে ফেলেন। কিন্ত অল্প সময়ের ব্যবধানে রহমত শাহকে ৫২ ও নাজিবুল্লাহকে ৫৪ রানে ফিরিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন।

এরপর ব্যাট করতে নামা রহমতউল্লাহ গুরবাজকে ৭ রানে সাকিব আল হাসান বোল্ড আউট করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দেন।

তবে মাঝে মোহাম্মদ নবি কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তিনি ৩৮ বল খেলে ৩২ রান করার পর মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন।

নবির পাশাপাশি রশিদ খান রানের ব্যবধানটা কমানোর চেষ্টা করেন। কিন্তু তিনি বেশিদূর আগাতে পারেননি। দলীয় ২০৫ রানের সময় অষ্টম ব্যাটসম্যান হিসেবে মুস্তাফিজের বলে বোল্ড আউট হন তিনি। রশিদ আউট হওয়ার আগে ২৬ বল খেলে ২৯ রান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here