কিয়েভে ঢুকে পড়েছে রুশ সেনা

0
70

বাংলা খবর ডেস্ক:
অকাতরে বেসামরিক স্থাপনায় বোমা হামলা করছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রবেশ করেছে রাশিয়ান সেনারা। ইউক্রেনের কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ভাদিম ডেনিশেঙ্কো বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, বেসামরিক স্থাপনায় হামলা করছে না বলে দাবি করছে রাশিয়ানরা। কিন্তু গত ২৪ ঘন্টায় ইউক্রেনের ৩৩টি বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবার খুব ভোরে ইউক্রেনের উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিক থেকে তুমুল আক্রমণ চালাচ্ছে রাশিয়ার সেনারা। ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার অপারেটিভরা এরই মধ্যে কিয়েভ শহরে প্রবেশ করেছে। স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে- যে যা দিয়ে পারেন, তাই দিয়ে যেন তাদেরকে প্রতিহত করেন। এ জন্য মলটোভ ককটেল বা পেট্রোল বোমা ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

সরকার থেকে সবাইকে অস্ত্র হাতে তুলে নেয়ার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, বয়স যা-ই হোক, অস্ত্র হাতে তুলে নিন। অস্ত্র চাইলেই সরকার সরবরাহ দেবে।

কেউ কথা রাখেনি, ইউক্রেনকে একাই লড়তে হচ্ছে : প্রেসিডেন্ট জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসন শুরুর পর বড় দেশগুলো দূর থেকে দেখছে। এখন একা ইউক্রেনকেই রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। কোনো দেশ ইউক্রেনে সেনা পাঠায়নি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, প্রেসিডেন্ট জেলেনস্কি আজ শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় এ কথা বলেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘আমরা একাই আমাদের দেশ রক্ষায় লড়াই চালিয়ে যাচ্ছি। আমাদের পাশে দাঁড়িয়ে কে যুদ্ধ করতে প্রস্তুত? আমি কাউকেই দেখি না। ন্যাটোর সদস্যপদ পাওয়ার নিশ্চয়তা ইউক্রেনকে দিতে কে প্রস্তুত? সবাই ভয় পেয়েছে। ’

জেলেনস্কি বলেন, ইউক্রেন এখন পর্যন্ত কারো কাছ থেকে কোনো সহায়তা পায়নি। ইউক্রেনের বাহিনীর প্রশংসা করে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সেনারা অসাধারণ কাজ করছে। ইউক্রেনজুড়ে রুশ বাহিনীর বিরুদ্ধে দারুণ দক্ষতা দেখিয়েছে তারা।

জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়াপন্থীরা রাজধানী কিয়েভে ঢুকে অন্তর্ঘাতমূলক তৎপরতা শুরু করেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সামরিক জোট ন্যাটোসহ অনেক দেশ রাশিয়ার হামলার কঠোর সমালোচনা করছে। মস্কোর ওপর অবরোধও আরোপ করছে। জেলেনস্কির প্রত্যাশা ছিল হামলার শিকার হলে সামরিক সহায়তা পাবেন তাদের কাছ থেকে। কিন্তু গতকালই যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নতুন করে রাশিয়ার ওপর অবরোধ আরোপের কথা বললেও সরাসরি সামরিক সরঞ্জাম কিংবা সেনা পাঠানোর কথা বলেনি। সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গও গতকাল জানিয়েছেন, ইউক্রেনে সেনা পাঠানোর কোনো পরকিল্পনা নেই।

ইউক্রেনে আজ দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। বিবিসি জানিয়েছে, রুশ সেনারা রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালসের বরাত দিয়ে বিবিসি জানায়, এই লড়াই শুরু হওয়ার পর ৪৫০ জন রুশ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, হামলার প্রথম দিন বেসামরিক নাগরিকসহ তার দেশের ১৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৩১৬ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here