মন্ত্রী বলেছিলেন সয়াবিনের দাম বাড়বে না, কেজিতে বাড়লো ৭ টাকা

0
54

বাংলা খবর ডেস্ক,ঢাকা:
সয়াবিন তেলের দাম নতুন করে আর না বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। কিন্তু এক সপ্তাহের মাথায় প্রতি লিটার সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়িয়েছে তার মন্ত্রণালয়। ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার দিনেই বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৫ টাকা নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। এ ছাড়া খোলা তেলের দাম বাড়ানো হয়েছে লিটারে ৫ টাকা। বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নূরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে এই দাম জানানো হয়েছে। প্রস্তাবিত দাম অনুযায়ী প্রতিলিটার খোলা সয়াবিন তেল ভোক্তা পর্যায়ে ১৮৫ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৮০ টাকা। আর এক লিটার সয়াবিন তেলের বোতল ২০৫ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৯৮ টাকা। তবে ৫ লিটারের বোতল ৯৯৭ টাকা করা হয়েছে।
যা আগে ছিল ৯৮৫ টাকা।

পাম তেলের দাম কিছুটা কমিয়ে প্রতি লিটার ১৫৮ টাকা করা হয়েছে। যা আগে ছিল ১৭২ টাকা। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতি লিটার খোলা সয়াবিন তেল মিল গেটে ১৮০ টাকা, পরিবেশক পর্যায়ে ১৮২ টাকা এবং খুচরা পর্যায়ে ১৮৫ টাকায় বিক্রি হবে। আর এক লিটারের বোতল মিলে ১৯৫ টাকা, পরিবেশকে ১৯৯ টাকা এবং খুচরায় ২০৫ টাকা, ৫ লিটারের বোতল মিলে ৯৫২ টাকা, পরিবেশকে ৯৭২ টাকা এবং ভোক্তায় ৯৯৭ টাকা। পাম তেল মিলে ১৫৩ টাকা, পরিবেশকে ১৫৫ টাকা এবং খুচরায় ১৫৮ টাকা লিটার নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, তেলের দাম আর বাড়বে না, কমের দিকে যাবে। এক সপ্তাহের মধ্যে সয়াবিন ও পামঅয়েলের আন্তর্জাতিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে পুনরায় মূল্য নির্ধারণ করা হবে। আশা করা হচ্ছে, পামঅয়েলের দাম কমতে পারে আর সয়াবিনের দাম না কমলেও অন্তত বাড়বে না। বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা শুরু হয়েছে এবং ইন্দোনেশিয়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এক থেকে দুই মাস ধরে আমরা পর্যালোচনা করবো। শিগগিরই পাঁচ থেকে সাত দিনের মধ্যে মে মাসের পুরো তথ্য নিয়ে আমরা পর্যালোচনা করবো। মন্ত্রী আরও বলেন, আমাদের কাছে যে রিপোর্ট আছে, দাম কমেছে। এই দামের প্রভাব ফেলতে সময় লাগবে এক থেকে দেড় মাস। সুখবর যেটা, পামঅয়েলের দাম কমেছে এবং সয়াবিনের দাম কমার দিকে লক্ষ্য করা যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ভোজ্য তেলের দাম বাড়ার সম্ভাবনা নেই, আমার ধারণা। নতুন দাম অনুযায়ী দামটা কমবে। পামঅয়েলের তো যথেষ্ট প্রভাব পড়বে মনে করি। সয়াবিনের অতটা বাড়বে না, সে রকমই আমরা আশা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here