নির্বাচনী কর্মকর্তাকে ট্রাম্পের সশস্ত্র সমর্থকদের হুমকি

0
83

বাংলা খবর ডেস্ক:
নির্বাচনের ফলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা মিশিগান রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জোসেলিন বেনসন ও তার পরিবারকে হুমকি দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বৃটেনের অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি মিশিগান রাজ্যে প্রধান নির্বাচনী কর্মকর্তা জোসেলিন বেনসন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের অপ্রমাণিত দাবি ভোট জালিয়াতির অব্যাহত অভিযোগকে সামনে রেখে তার সশস্ত্র সমর্থকরা জোসেলিনের বাড়ির বাইরে সমবেত হয়। এ সময় তারা স্লোগান দিতে থাকে ‘স্টপ দ্য স্টিল’। অর্থাৎ ভোট চুরি বন্ধ করো। এরই মধ্যে মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে যে, নির্বাচনের ফল পাল্টে দিতে জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প’কে চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তা-ই নয়, তিনি বিভিন্ন রাজ্যে নির্বাচনের ফল পাল্টে দিতে আইনের আশ্রয় নিয়েছেন বা মামলা করেছেন। এর বেশির ভাগেই তিনি পরাজিত হয়েছেন।

এখনও পর্যন্ত তিনি পরাজয় স্বীকার করেননি। জো বাইডেনকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দেননি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সম্মতি দিয়েছেন বলে খবর প্রকাশ হলেও, মাঝেমধ্যেই টুইট করে নির্বাচনে আমরাই বিজয়ী এ জাতীয় মন্তব্য করছেন। তিনি যেসব অভিযোগ করছেন, তার কোনোটার পক্ষে প্রমাণ দিতে পারেননি। তার সঙ্গে সঙ্গে কিছু সমর্থকও আন্দোলন করছেন। নির্বাচনের সময় পেনসিলভ্যানিয়ার একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে তার সমর্থকরা অস্ত্রসহ বিক্ষোভ করে ভোট গণনা বন্ধ করে দিয়েছিলেন। তা নিয়ে তদন্ত শেষে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু সরাসরি একটি রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তার বাড়ির সামনে অস্ত্রসহ বিক্ষোভ করাকে তাকে ভয় দেখানো হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। জোসেলিন বেনসন বলেছেন, তিনি ও তার পরিবারের সদস্যরা বড়দিন উপলক্ষে একটি ছবি দেখার চেষ্টা করছিলেন। এ সময় জোরালো শব্দে ওই স্লোগান দেয়া হয় এবং হুমকি দেয়া হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের অনাকাঙ্খিত, বিপজ্জনক এবং ভয়াবহ প্রচারণাজনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। যে নির্বাচন হয়েছে তাকে তিনি তার রাজ্যের ইতিহাসে সবচেয়ে নিরাপদ, অভিগম্য এবং স্বচ্ছ বলে অভিহিত করেছেন।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here