‘ছেলে আমার খুব ভালো একজন ক্রিকেটার হয়ে ওঠুক’

0
167

বাংলা খবর ডেস্ক:
ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন। বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন এ নায়িকা। সঙ্গী একমাত্র ছেলে আইজান।

সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাবনূর বলেন, আমার ছেলে ক্রিকেট খেলা খুব পছন্দ করে। যে কোনো দেশের খেলা টেলিভিশন চললে, ওকে সরানো যায় না। বাংলাদেশের খেলা হলে তো কথাই নেই। কখন কীভাবে যে ক্রিকেটের প্রতি এতটা ভালোবাসা জন্মাল, টেরই পেলাম না। আমিও চাই- ছেলে আমার খুব ভালো একজন ক্রিকেটার হয়ে ওঠুক। এটিই আমার স্বপ্ন।

‘চাঁদনী রাতে’ সিনেমা দিয়ে অভিনয় শুরু শাবনূরের। টানা তিন দশক দাপটের সঙ্গে ঢালিউডে কাজ করেছেন। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পাওয়া শাবনূর তার সন্তানকে নিয়ে এখন সেখানেই থাকছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here