হংকং, ম্যাকাওয়ে মার্কিন কূটনীতিকদের ভিসা অব্যাহতি সুবিধা বাতিল করছে চীন

0
90

বাংলা খবর ডেস্ক:
কূটনৈতিক পাসপোর্টধারী মার্কিনিরা, যারা হংকং এবং ম্যাকাও সফর করছেন তাদের বিরুদ্ধে ভিসা অব্যাহতি সুবিধা বাতিল করছে চীন। এর অর্থ হলো, হংকং এবং ম্যাকাউ যেতে হলে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের আলাদা ভিসা নিতে হবে। বৃহস্পতিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং। এর আগে সোমবার চীনের ১৪ জন কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। হংকং ইস্যুতে বিতর্কিত নিরাপত্তা আইন করা এবং তার অধীনে হংকং লেজিসলেটিভ থেকে বিরোধী দলীয় নির্বাচিত ৪ জন জনপ্রতিনিধিকে অযোগ্য ঘোষণাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এই ব্যবস্থা নেয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্র আগেই ঘোষণা দিয়েছিল। জবাবে চীনও বলেছিল, তারা পাল্টা ব্যবস্থা নেবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here