‘ভোটার উপস্থিতি ভালো, নির্বাচন সাকসেসফুল’

0
74

বাংলা খবর ডেস্ক:
প্রথম ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন ‘সাকসেসফুল’ হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর। তিনি জানান, এই নির্বাচনে ভোটার উপস্থিতির সংখ্যাও বেশ ভালো ছিলো।

সোমবার নির্বাচন শেষে আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রথম ধাপে দেশের ২৪টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

মো. আলমগীর বলেন, ‘নির্বাচন খুব ভালো হয়েছে। ভোটারদের উপস্থিতিও ছিলো ভালো। সাকসেসফুল নির্বাচন হয়েছে। সব জায়গায় শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।’

কত শতাংশ ভোট পড়েছে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘কোথাও ৬০ শতাংশের কম ভোট পড়েনি। কোথাও ৬০ কোথাও ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভোট পড়েছে।’

করোনা মহামারির মধ্যে পৌরসভার এই নির্বাচন হয়। নির্বাচন ঘিরে তেমন উত্তাপ দেখা যায়নি।

পঞ্চগড়ে রিটার্নিং অফিসারের গাড়িতে হামলার ঘটনা ঘটে। এখানে কাউন্সিলর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এছাড়া খুলনার চালনার মেয়র পদের ফল স্থগিত করা হয়েছে। নির্বাচন চলাকালে বিকালে বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খানের মৃত্যু হওয়ায় ফল স্থগিত করা হয়। তবে বিএনপি প্রার্থী অনিয়মের অভিযোগে ভোট বর্জন করে।

অন্যদিকে পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচনে ভোট দেখতে এসে সুজন মাহমুদ (৩৮) নামে এক নৌকার সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here