ট্রাম্পকে পাগলামি বন্ধ করতে বলল প্রিয় পত্রিকা নিউইয়র্ক পোস্ট

0
105

বাংলা খবর ডেস্ক:
বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাগলামি বন্ধ করতে বলল তার প্রিয় পত্রিকা নিউইয়র্ক পোস্ট।

পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, ক্ষান্ত দিন মি. প্রেসিডেন্ট। ভণিতা ছাড়ুন। এই অন্ধকার হেয়ালি বন্ধের এটাই সঠিক সময়।

আমাদের দেশের পরবর্তী চার বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত থেকে মাত্র এক সপ্তাহ দূরে আছি আমরা।

৫ জানুয়ারি জর্জিয়ায় স্থগিত দুটি সিনেট আসনের নির্বাচন। এতে নিশ্চিত হবে জো বাইডেন রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট হবেন নাকি তার হাতে প্রয়োজনীয় বিপুল ক্ষমতা থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আপনি বুঁদ হয়ে আছেন তার পরের দিন, ৬ জানুয়ারিতে।

ওই দিন ইলেকটোরাল কলেজ ভোটের সত্যায়ন হবে কংগ্রেসে। আপনি টুইট করেছেন, রিপাবলিকানদের ‘সাহস’ আছে। তারা আপনাকে পরবর্তী চার বছরের জন্য প্রেসিডেন্ট রাখতে ফল বদলে দিতে পারবে। এর অর্থ হচ্ছে অগণতান্ত্রিক অভ্যুত্থানে উৎসাহ দিচ্ছেন আপনি।

আপনি যদি অফিসের শেষ দিনগুলোতেও অফিস ধ্বংসের চিন্তা করেন তবে সেভাবে ইতিহাস আপনাকে স্মরণ করবে- বিপ্লবী হিসেবে নয়, হাতে দিয়াশলাই ধরে রাখা নৈরাজ্যকারী হিসেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here