যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞার হুমকিতে’ ভারত

0
78

বাংলা খবর ডেস্ক:
রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এস-৪০০ কেনার প্রক্রিয়ায় আছে ভারত। এনিয়ে ভারত রাশিয়ার সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের চুক্তি করেছে। তবে সম্প্রতি এক রিপোর্টে বলা হয়েছে, রাশিয়ার কাছে এই ক্ষেপণাস্ত্র কেনার জন্য মার্কিন নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত।

মার্কিন কংগ্রেসের গবেষণা মূলক শাখা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) এর সর্বশেষ রিপোর্টে জানিয়েছে, ভারত আরো প্রযুক্তি শেয়ার এবং সহ-উত্পাদন উদ্যোগের ব্যাপারে আগ্রহী। অন্যদিকে যুক্তরাষ্ট্র ভারতকে তার প্রতিরক্ষা নীতিতে সংস্কারের আহ্বান জানিয়েছে।

তাই ভারতের এই ক্ষেপণাস্ত্র এস-৪০০কেনা মার্কিন নিষেধাজ্ঞা আইনের আওতায় দেশটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় পড়তে পারে।

তবে সিআরএস’র প্রতিবেদন মার্কিন সরকারি কোন প্রতিবেদন নয়। এই প্রতিবেদনগুলোর নিরপেক্ষ বিশেষজ্ঞদের দ্বারা তৈরি হয়।

মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে এমন সম্ভাবনা থাকা সত্ত্বেও ২০১৮ সালের অক্টোবরে ক্ষেপণাস্ত্র এস-৪০০ কেনার জন্য রাশিয়ার সঙ্গে পাঁচ বিলিয়ন ডলারের চুক্তি করে ভারত। এরমধ্যে ২০১৯ সালে চুক্তির জন্য প্রথম ধাপে ভারত প্রায় ৮০০ মিলিয়ন ডলার পরিশোধ করে।

গত মাসে রাশিয়া জানায়, ভারতের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি চলমান। যার মধ্যে ক্ষেপণাস্ত্র এস-৪০০ ও আছে। এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here