চার দেয়ালে বন্দি ট্রাম্প: অভিশংসনের খসড়া প্রণয়ন চলছে

0
124

বাংলা খবর ডেস্ক:
যুক্তরাষ্ট্রের জনরায় প্রত্যাখ্যানকারী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঐতিহাসিকভাবে দ্বিতীয় বারের মতো অভিশংসনের সম্মুখীন হচ্ছেন।কার্যত প্রেসিডেন্ট ট্রাম্প এখন হোয়াইট হাউসের চার দেয়ালে বন্দি। বুধবারের সন্ত্রাসী ঘটনার পর থেকে তার সাথে অতি ঘনিষ্ঠরাও সংযোগ কমিয়ে দিয়েছেন।এড়িয়ে চলছেন প্রেসিডেন্টকে। মেয়াদ শেষ হওয়ার মাত্র ১২ দিন বাকি থাকতে এই জোরালো অভিশংসের মুখে পড়ছেন।তবে এবার প্রেক্ষাপট সম্পূন্ন ভিন্ন।টুইটার তার একমাত্র প্রচার ও যোগাযোগের মাধ্যম ফাষ্ট একাউন্ট স্হায়ী ভাবে বন্ধ করে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প তার হায়ার ফায়ার থেকে শুরু করে গুরত্বপূর্ণ সবকিছু টুইটারে সারতেন।তিনি এখন অনেকটা পাগলাটে আচরণ শুরু করেছেন।অনেকে তার মানসিক স্হিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলছেন। নব-নির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ বাইডেন বলেছেন তার শপথ অনুষ্ঠানে ট্রাম্পের না থাকা গুড থিংক।
বাইডেন প্রেসিডেন্টের অভিশংসনের সিদ্ধান্ত আইনপ্রণেতাদের উপর ছেড়ে দিয়ে বলেন, তিনি প্রেসিডেন্টের জন্য ফিট নন। ডেমোক্রাট আইনপ্রণেতারা এ সংক্রান্ত একটি বিলের খসড়া নিয়ে কাজ করছেন।আগামী সোমবার কংগ্রেস তা উত্থাপিত হতে পারে।এবার ডেমোক্রেটদের সাথে রয়েছেন প্রেসিডেন্টের নিজ পার্টি রিপাবলিকান আইনপ্রণেতাও। আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মর্কোয়াস্কি ট্রাম্পকে সত্বর পদত্যাগের আহবান জানিয়েছেন।
শুক্রবাব ওয়াশিংটন ডিসির এয়ারপোর্টে ট্রাম্পের ভক্তদের হাতে লান্ছিত হন প্রেসিডেন্টের খুবই ঘনিষ্ঠ হাই প্রোফাইল সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহাম।উগ্রবাদী সমর্থকরা ওয়াশিংটনের রিগ্যান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তাকে ঘিরে ধরে নানাভাবে নাজেহাল ও লান্ছিত করে।তারা তাকে ‘লায়ার’ বলে অভিযুক্ত করে এবং নানা শ্লোগান দেয়।বলে এটা ট্রেইলার মাত্র।পর পুলিশ তাকে নিরাপত্তা দেয়।
উল্লেখ, ট্রাম্পের এই মিত্র বুধবারের সন্ত্রাসী হামলার ঘটনায় ট্রাম্পের উপর তার সাপোর্ট প্রতাহার করে নেন। কংগ্রেস ও সিনেটের যৌথ সভায় তার বক্তব্যে ট্রাম্পকে উদ্দেশ করে বলেন,এনাফ ইজ এনাফ।

স্পিকার অফিসে তাণ্ডব চালানো সেই সন্ত্রাসী রিচার্ড এফবিআই’র হাতে

ওদিকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে বুধবারের সন্ত্রাসী হামলার সময় স্পিকার ন্যান্সি পেলোসির অফিসে তার চেয়ারে বসে টেবিলে পা তুলে তাণ্ডব চালানো রিচার্ড বার্নেডকে (৬০) কে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। রিচার্ড ক্যাপিটল ভবন থেকে বাইরে বেরিয়ে স্পিকার পেলোসির অফিস থেকে নিয়ে আসা একটি মেইল হাতে উঁচিয়ে ধরে ক্যামেরায় পোজ দেয়। ঘটনার সময় রিচার্ডের মুখে দাঁড়ি এবং মাথায় ছিল বেইস বল ক্যাপ। কিন্তু পরে সে ক্লিন সেভ করে করে বেশভুশা পরিবর্তন করে ফেলে।

তাকে আরকানসা রাজ্যের লিটল রক থেকে শুক্রবার সকালে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে জনগণের সম্পদ তছরুপ, সংরক্ষিত স্থানে অবৈধ অনুপ্রবেশসহ ৩টি ফেডারেল অভিযোগ আনা হয়েছে। এফবিআই তাদের হেফাজতে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে রিচার্ডকে।

অন্যদিকে, আ্যলাবামার ফল্কভিলের বাসিন্দা লোনি কফম্যানের বিরুদ্ধে বিপুল অস্ত্র ও বিস্ফোরক বহনের ফেডারেল চার্জ গঠন করা হয়েছে। ক্যাপিটল ভবনের দক্ষিণ পাশ থেকে উদ্ধার হওয়া পাইপ বোমা রাখায় ওই ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে।
এছাড়া তার পিকআপ ট্রাক থেকে ১১টি মলোটভ ককটেল উদ্ধার করা হয়। সাধারণত আর্মিরা ব্যবহার করে থাকে এসব এনিমেশন। কফম্যানেকে বুধবার ওয়াশিংটন থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবারের হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের সেদিন পুলিশ ছেড়ে দিলেও এখন ফুটেজ ও সেল ফোনের ডেটা বিশ্লেষণ করে এসকল সন্ত্রাসীদের খুঁজে খুঁজে ধরছে আইনশৃংখলা বাহিনী।

ট্রাম্পকে থামাতে স্পিকার পেলোসি কথা বললেন শীর্ষ জেনারেলের সাথে:

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মার্কিন শীর্ষ জেনারেলের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প ও নিউক্লিয়ার কোড নিয়ে কথা বলেছেন। জয়েন্ট চীফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলির সাথে আলোচনায় স্পিকার প্রেসিডেন্টকে নিয়ে তার উদ্বেগ প্রকাশ করেন এবং আগাম সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন। যাতে ট্রাম্প মিলিটারি ও নিউক্লিয়ার পাওয়ারের কোনো প্রকার অপব্যবহার করতে না পারেন। সিএনএন এ খবর জানায় ।

বৃহস্পতিবার সকালে জয়েন্ট চীফ অব স্টাফের সাথে আলোচনার পর এক পত্রে ন্যান্সি বলেন, আমেরিকার জনগণ ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখতে আমরা সম্ভাব্য সবকিছু করবো। আর প্রেসিডেন্ট ট্রাম্প যাতে কোন পদক্ষেপ নিতে না পারেন সেটা নিশ্চিত করবো। তিনি প্রায় ৫০ বছর আগের উদাহরণ টেনে বলেন, যেভাবে রিপাবলিকান আইনপ্রণেতারা প্রেসিডেন্ট নিক্সনকে বলেছিলেন, মিস্টার প্রেসিডেন্ট এখন যাওয়ার সময় হয়েছে। ঠিক একইভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রম বন্ধ করতে কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্বকে একই পন্থা অনুসরণ করার আহ্বান জানান। পেলোসি আইনশৃংখলা রক্ষাকারীদের ধন্যবাদ জানান। ক্যাপিটল পুলিশের অফিসার ব্রায়ান সিকনিকের মৃতুতে সমবেদনা প্রকাশ করেন।

তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছ থেকে স্বেচ্ছায় ট্রাম্পকে অফিস থেকে প্রত্যাহার করার বিষয়ে শীঘ্রই ইতিবাচক সাড়া আশা করেন। অন্যথায় কংগ্রেস এ ব্যাপারে ব্যবস্হা গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প নব-নির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ বাইডেনের শপথ গ্রহণে থাকবেন না বলে এক টুইটে জানান। ক্যাপিটল পুলিশের মৃত্যুর ঘটনায় ফেডারেল মার্ডার ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে। এফবিআই বুধবার ক্যাপিটল ভবন সংলগ্ন এলাকায় উদ্ধার হওয়া হাই-এক্সক্লুসিভ ডিভাইসের ব্যাপারে তথ্য দাতাদের ৫০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here