ভারতীয় পেসার সিরাজ এখন বিএমডব্লিউ গাড়ির মালিক

0
96

বাংলা খবর ডেস্ক:
অস্ট্রেলিয়া সফর ভারত দলের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজটি ঐতিহাসিক হয়ে থাকবে।

প্রথম টেস্টে ৩৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার ইতিহাস গড়ার পর শেষ টেস্টে অবিশ্বাস্য জয় পায় অজিঙ্কা রাহানের দল। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় ম্যান ইন ব্লুর দল।

এ টেস্ট সিরিজে সবচেয়ে বেশি সফল ছিলেন হায়দরাবাদের পেসার মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া সফরে খেলা তিন টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরাজই ছিলেন ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি।

যে কারণে অস্ট্রেলিয়া সফর শেষে ফুরফুরে মেজাজে রয়েছেন এ ভারতীয় পেসার। যার প্রমাণ পাওয়া গেল শনিবার।

দেশে ফিরে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি কিনলেন সিরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এ খবর জানিয়েছেন সিরাজ নিজেই।

তবে এমন আনন্দঘন মুহূর্তেও সদ্য প্রয়াত বাবার কথা ভুলেননি সিরাজ। বিমানবন্দর থেকে নেমেই বাবার কবর জিয়ারতে যান তিনি।

সিরাজ বলেন, আমি আগে বাড়ি যাইনি। সরাসরি বিমানবন্দর থেকে বাবার কবরের কাছে গিয়েছি। সেখানে বাবার কবরের পাশে সময় কাটিয়েছি। বাবার সঙ্গে কথা বলতে পারিনি। তবে তার কবরে ফুল দিয়েছি।’

ক্রিকেটের সাফল্য এখন সিরাজকে বর্ণাঢ্য জীবনের দিকে নিয়ে যাচ্ছে। এইতো সেদিনও বাবার কষ্টে উপার্জিত টাকায় সংসার চলত সিরাজদের।

সিরাজের বাবা ছিলেন দরিদ্র অটোচালক। হায়দরাবাদে অটো চালিয়ে যা উপার্জন করতেন তা থেকেই ছেলের জন্য খরচ করতেন। তার স্বপ্ন ছিল ছেলে একদিন ভারতের জাতীয় দলের হয়ে খেলবে। সেজন্য সিরাজকে প্রতিদিন ৭০ টাকা করে দিতেন তার বাবা। সে সময় প্র্যাকটিসে যেতে-আসতে সিরাজের খরচ হতো ৬০ টাকা। সেই সিরাজই এখন কিনেছেন বিএমডব্লিউ গাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here