চট্টগ্রামে হাফসেঞ্চুরির পসরায় ২৯৭ রান টাইগারদের

0
58

বাংলা খবর ডেস্ক:
চট্টগ্রামে হাফসেঞ্চুরির পসরা মেলে বসেছেন টাইগাররা। পঞ্চপাণ্ডবের প্রত্যেককে ফিফটি হাঁকাতে হবে– এমন আইন যেন বেঁধে দেওয়া হয়েছিল। তামিম, সাকিব, মুশফিকের পর ফিফটির দলে যোগ দিলেন মাহমুদউল্লাহ।

পঞ্চপাণ্ডবের চারজনের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট খুঁইয়ে ২৯৭ রান করেছে বাংলাদেশ। রানের পাহাড়ে চাপা পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ১০ ওভারে ১০০ রান এসেছে বাংলাদেশের ব্যাট থেকে।

আজ চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

সাকিবের অনন্য রেকর্ড

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান দেশের মাটিতে ছয় হাজার রান সংগ্রহের পাশাপাশি ৩০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ৮১ বলে ৫১ রান সংগ্রহের মধ্য দিয়ে এ মাইলফলক স্পর্শ করেন সাকিব।

ঘরের মাঠে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে সাকিবের সংগ্রহ ছয় হাজার রান। আর বল হাতে বাঁহাতি এ স্পিনার শিকার করেন ৩০০ উইকেট।

লম্বা সময় পর উইন্ডিজের বিপক্ষে খেলতে নেমেই মাত্র ৮ রানের খরচায় ৪ উইকেট শিকার করেন সাকিব। আর ব্যাট হাতে করেন ১৯ রান। দ্বিতীয় ম্যাচে ৪৩ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট।

সিরিজের শেষ ম্যাচে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৮১ বল খেলে তিন বাউন্ডারিতে সংগ্রহ করেন ৫১ রান।

সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে ২০৯ ওয়ানডে, ৭৬ টি-টোয়েন্টি ও ৫৬ টেস্টে অংশ নিয়ে ১৪টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ৮৬৫ রান সংগ্রহ করেন। আর বল হাতে সব মিলে ৩৪১ ম্যাচে ৫৬৮ শিকার উইকেট করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here