‘টিকা জীবন রক্ষাকারী, এ নিয়ে গুজব ছড়াবেন না’

0
67

বাংলা খবর ডেস্ক:
করোনাভাইরাসের টিকা নিয়ে গুজব না ছড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রম পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের টিকা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা দেশের মানুষের মঙ্গল কামনা করেন না। টিকা জীবন রক্ষাকারী, সুতরাং এই টিকা নিয়ে গুজব ছড়াবেন না।’ তিনি বলেন, ‘টিকা কার্যক্রমে ঈদের মতো আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। আমরা খুব আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো। তিনিই এ কার্যক্রম দেশে শুরু করেছেন।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘ইতোমধ্যে মন্ত্রী পরিষদের একজন সদস্য টিকা নিয়েছেন। অনেক সচিবও নিয়েছেন। আপনারা আশ্বস্ত থাকুন। যাঁরা ইতোমধ্যে টিকা নিয়েছেন, তাঁরা সুস্থ আছেন।’

দেশবাসীর উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনারা নির্ভয়ে টিকা নেন, টিকা পরবর্তী যা করণীয়, তা করা হবে। আপনারা ভয় পাবেন না।’ তিনি বলেন, ‘পৃথিবীতে যত টিকা আবিষ্কার হয়েছে, তারমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কভিড-১৯ টিকা সবচেয়ে নিরাপদ। এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here