অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে : মেয়র আরিফ

0
238

সিলেটে বৃষ্টি উপেক্ষা করেই অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার বিকাল ৩টার দিকে চালানো অভিযানে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় তিনটি অবৈধ দোকান গুঁড়িয়ে দেন তিনি।

জানা গেছে, নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় মধুবন মার্কেট সংলগ্ন তিনটি অবৈধ দোকান-ঘর গড়ে তুলে দখলদাররা। বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্টদের সাথে নিয়ে শনিবার বিকালে অভিযান শুরু করেন মেয়র আরিফ।

অভিযানে মধুবন মার্কেটের পশ্চিম পার্শ্বস্থ পুরান লেন গলির মুখে অবৈধভাবে গড়ে তোলা আল আমিন জুয়েলার্স ও আরেকটি ফাস্টফুডের দোকান ঘর গুঁড়িয়ে দেয়া হয়। এছাড়া একই মার্কেটের পূর্ব পার্শ্বস্থ মাপ্র ফ্যাশন হাউস নামের দোকানও উচ্ছেদ করা হয়।

এ প্রসঙ্গে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘যারা জায়গা দখল করে অবৈধভাবে দোকান-ঘর নির্মাণ করেছেন, মার্কেট গড়ে তুলেছেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।’

অভিযানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায় রায় চৌধুরী, সচিব বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here