নির্বাচক হিসেবেও ভেলকি দেখাবেন রাজ্জাক: মাশরাফি

0
104

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে নতুন মুখ আব্দুর রাজ্জাক। এই বাঁহাতি স্পিনার ১৪ বছর কাটিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের বহু জয়ের নায়ক কিংবা পার্শ্বনায়ক ছিলেন রাজ্জাক। সবচেয়ে বেশি কার্যকর ছিলেন ওয়ানডে ক্রিকেটে। দেশের ওয়ানডে ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি (২০৭) রাজ্জাকের নির্বাচক প্যানেলে অন্তর্ভুক্তিতে উচ্ছ্বসিত মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশের সফল অধিনায়কের সঙ্গে রাজ্জাকের সম্পর্কটা বন্ধুত্বের। প্রায় দশ বছর জাতীয় দলে একসঙ্গে খেলেছেন দু’জন। দেরিতে হলেও বন্ধু রাজ্জাককে অভিনন্দিত করেছেন মাশরাফি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি (২৬৯) মাশরাফি লিখেছেন, ‘খান আবদুর রাজ্জাক (রাজ), বন্ধু একটু দেরি হয়ে গেল শুভকামনা জানাতে।
হয়তো আমার মতো অনেক মানুষ তোর এই অর্জনে খুশি হয়েছে। তবে আমার যে জায়গাটায় সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে, সেটা হলো তুই ক্রিকেট কতো গভীরে বুঝিস তা দেখানোর সুযোগ এবার পেয়েছিস।’

‘জানি তুই তোর সেরাটাই দিবি এবং সফলও হবি ইনশাআল্লাহ। এতদিন বাঁ হাতের ভেলকি দেখেছে সবাই, এবার দেখবে তোর মস্তিস্কের, যা নিয়ে কোনদিনও আমার সংশয় ছিলো না। অনেক সংকটে তোর সাথে কথা বলেছি বলেই বলছি, তুই বিজয়ী হবি ইনশাআল্লাহ। ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই মানুষটাকে যথাযথ সম্মান প্রর্দশনের জন্য। ভালোবাসা অবিরাম বন্ধু।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here