বিসিবি একাদশের তরুণদের তান্ডবে ২৫৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস

0
77

বাংলা খবর ডেস্ক:
মূলত তরুণ ক্রিকেটারদের নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল গড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর তিনদিনের প্রস্তুতি ম্যাচের শুরুতে সফরকারী ক্যারিবীয় ব্যাটসম্যানদের পরীক্ষা নিলেন বিসিবি একাদশের তরুণরা। গতকাল ২৫৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ক্যারিবীয়দের ভোগান্তি বাড়তে পারতো। শেষের দিকের তিন ব্যাটসম্যানের দৃঢ়তায় দলীয় ২০০’র কোঠা পার করে উইন্ডিজ। জবাবে বিনা উইকেটে ২৪ রানে ম্যাচের প্রথম দিনের খেলা শেষ করে বিসিবি একাদশ। ব্যাট হাতে শেষ বিকালের ৮ ওভার নির্বিঘ্নেই কাটিয়ে দেন বিসিবির দুই ওপেনার সাইফ হাসান (১৫) ও সাদমান ইসলাম (৩)।
গতকাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর দলীয় ১৬৫ রানের মধ্যে দলের শীর্ষ ছয় ব্যাটসম্যানের উইকেট হারিয়ে দিশাহারা দেখায় ক্যারিবীয়দের।
ব্যাটিংক্রমের সেরা ছয় খেলোয়াড়ের তিন জনই সাজঘরে ফেরেন এক অঙ্কের রানে। ক্যারিবীয়দের বল হাতে ভেলকি দেখান বাংলাদেশের ১৮ বছর বয়সী লেগস্পিনার রিশাদ হোসেন। দীর্ঘ ২৩.১ ওভারের স্পেলে ৭৫ রানে পাঁচ উইকেট নেন রিশাদ। দীর্ঘ বিরতিতে মাঠে ফিরে বল হাতে ফর্ম দেখালেন খালেদ আহমেদও। গতকাল ২১ ওভারের স্পেলে মাত্র ৪৬ রানে তিন উইকেট নেন এ টাইগার পেসার।
প্রস্তুতি ম্যাচের প্রথমদিনে শুরুটা খারাপ ছিল না ওয়েস্ট ইন্ডিজের। প্রথম উইকেটে ৬৭ রানের জুটি গড়েন দুই ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। পরের ৯৮ রানে ছয় উইকেট খোয়ায় উইন্ডিজ। বিসিবি একাদশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশের অপর ১৮ বছর বয়সী তারকা শাহাদাত হোসেন। ব্যক্তিগত ৪৪ রানে পেসার শাহাদাতের বলে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। এর পর একে একে সাজঘরে ফেরেন শাইন মোসলি (১৫), এনক্রুমা বনার (২), জার্মেইন ব্ল্যাকউড (৯), কাভেম হজ (০) ও জশুয়া ডা সিলভা (২০)। সপ্তম উইকেট জুটিতে ৫৩ রান যোগ করেন অধিনায়ক ব্রাথওয়েট ও সদ্য ওয়ানডে সিরিজে ফর্ম দেখানো ব্যাটসম্যান কাইল মায়ার্স। ৯ নম্বরে ব্যাট হাতে ২৫ রান করেন আলজারি জোসেফ। এক প্রান্ত আগলে রেখে ৮৫ রানের ইনিংস খেলেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। ১৮৭ বলের ধৈর্যশীল ইনিংসে ১০টি চার হাঁকান ক্যারিবীয় অধিনায়ক। বল হাতে এক উইকেট নেন বিসিবি একাদশের ২২ বছর বয়সী অফস্পিনার সাইফ হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here