দর্শকবিহীন আইপিএল চান পান্ডিয়া

0
79

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে কী আছে আইপিএলের ভাগ্যে? সব ক্রিকেট ভক্তের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

আসরটি আয়োজন নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন কেউ কেউ দর্শকশূন্য গ্যালারিতে তা আয়োজনের মত দিচ্ছেন। হার্দিক পান্ডিয়ার মতে যা হবে ‘স্মার্ট বিকল্প’।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সতীর্থ দিনেশ কার্তিকের সঙ্গে আলাপচারিতায় যুক্ত হয়েছিলেন পান্ডিয়া। এ সময় তিনি বলেন, ‘এটা ভিন্ন কিছু হবে। আমরা দর্শকের মাঝে খেলে অভ্যস্ত। দর্শকদের চিৎকার-উল্লাস আমাদের মধ্যে বাড়তি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে।’

আমি রঞ্জিতে দর্শকশূন্য গ্যালারিতে খেলেছি। আমি ভিন্ন কিছু অনুভব করেছি। সত্যি বলতে যদি এটা হয় (দর্শকশূন্য গ্যালারিতে আইপিএল), তবে তা খুব ভালো বিকল্প হবে। অন্তত মানুষ ঘরে বসে বিনোদন তো পাবে।’

এই ভিডিও আলাপচারিতায় যুক্ত হয়েছেন হার্দিকের ভাই ক্রনাল পান্ডিয়াও। তিনি হার্দিকের সঙ্গে একমত পোষণ করেন। আইপিএলে তারা দুই ভাই-ই মুম্বাই ইন্ডিয়ান্সে খেলে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here