যুক্তরাজ্যে করোনায় মৃত ২০ হাজার ছাড়াল

0
45

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮১৩ জনের মৃত্যুর ঘটনায় মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। বিবিসির খবর।

যুক্তরাষ্ট্রে এখন মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৮১ জনে। প্রতিদিনের ব্রিফিংয়ে শনিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল জানায়, এই মৃতের সংখ্যা করুণ ও ভয়ানক এক মাইলফলক।

যদিও গত মাসে ব্রিটিশ সরকারের বিজ্ঞান বিষয়ক প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছিলেন, মৃতের সংখ্যা ২০ হাজারের নিচে রাখতে পারলে ভালো ফলাফল দাঁড়াবে।

৫১ দিন আগে যুক্তরাজ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ মানুষের মধ্যে কভিড-১৯ সংক্রমণ ঘটেছে। আক্রান্ত হয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেও। যদিও তিনি সুস্থ হয়ে ফের ডাউনিং স্ট্রিটে ফিরে এসেছেন।

তবে সরকারি হিসেবে হাসপাতালে মৃত্যুর ঘটনাগুলোই উঠে এসেছে। এই তালিকা থেকে বাদ পড়েছে ঘরে, কেয়ার হোম, পুনর্বাসন কেন্দ্র বা অন্যান্য জায়গায় মারা যাওয়া ব্যক্তিরা। হাসপাতালে ডেড সার্টিফিকেট পাওয়া ব্যক্তিদেরই শুধু সরকারি তালিকায় স্থান দেয়া হচ্ছে।

এদিকে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দুই লাখ ২ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৯ লাখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here