যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৫৩ হাজার ছাড়িয়েছে

0
123

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের মৃত্যুর মিছিল বেড়েই চলছে যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় রবিবার সকাল) নতুন মৃত্যুর সংখ্যা প্রায় আড়াই হাজার। তাতে কভিড-১৯ এ দেশটিতে মৃত্যুর সংখ্যা ৫৩ হাজার ছাঁড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য, ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২,৪৯৪ জনের। তাতে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩,৫১১ জন, যা করোনায় বিশ্বজুড়ে মোট মৃতের এক চতুর্থাংশ!

সবশেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আগের দিনের তুলনায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়েছে। শুক্রবার দেশটিতে করোনায় মৃত্যু হয়েছিল ১,২৫৮ জনের।

মৃতের তালিকার মতো আক্রান্তের তালিকায় সবার ওপরে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে।

বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৯ লাখ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ২ হাজার।

দেশ হিসেবে মৃতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইতালি, ২৬ হাজার ৩০০ ছাড়িয়েছে। এক লাখ ৯৫ হাজার ছাড়ানো আক্রান্ত নিয়ে এই তালিকায় তৃতীয়স্থানে আছে ইউরোপের দেশটি।

মৃতের তালিকায় তৃতীয়স্থানে ইতালির প্রতিবেশী স্পেন, প্রায় ২৩ হাজার ছুঁই ছুঁই। আক্রান্তের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে দেশটি, ২ লাখ ২৩ হাজার।

২২ হাজার ৬০০ ছাড়ানো মৃত নিয়ে চতুর্থস্থানে আছে ফ্রান্স। পঞ্চমস্থানে আছে যুক্তরাজ্য, ২০ হাজার ৩০০ ছাড়িয়েছে।

দক্ষিণ এশিয়ার সর্বোবৃহৎ দেশ ভারতে করোনায় আক্রান্ত ছাড়িয়েছে ২৬ হাজার ২০০। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৬ জন।

শনিবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্তের সংখ্যা ৪,৯৯৮ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here