হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সৌরভ

0
79

বাংলা খবর ডেস্ক:
শনিবারই জানা গিয়েছিল রোববার হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন সৌরভ গাঙ্গুলী। স্থানীয় সময় রোববার সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি। হাসপাতাল কর্তৃপক্ষ ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, পুরোপুরি সুস্থ আছেন সৌরভ। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও সৌরভকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গত ২৭শে জানুয়ারি হঠাৎই হাসপাতালে ভর্তি করা হয় সাবেক ভারতীয় অধিনায়ককে। পরদিনই হৃদযন্ত্রে দুটি স্টেন্ট পরানো হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠী, প্রখ্যাত কার্ডিওলজিস্ট অশ্বিন বালাচাঁদ মেহতা, চিকিৎসক আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মন্ডলের নেতৃত্বে অ্যাঞ্জিওপ্লাস্টি করে স্টেন্ট বসানো হয় সৌরভের বুকে। এর আগে গত ২রা জানুয়ারি ট্রেডমিলে দৌড়ানোর সময় বুকে ব্যাথা অনুভব করায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় সৌরভকে। সেসময় তার হৃদযন্ত্রে দুট ব্লক ধরা পড়ে। পরানো হয় একটি স্টেন্ট।

পরে আরেকটি স্টেন্ট বসানোর কথা বলেছিলেন চিকিৎসকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here