শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের জামাই মনোনীত

0
88
ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
হোয়াইট হাউজের সাবেক সিনিয়র উপদেষ্টা জ্যারেড কুশনার এবং তার ডেপুটি অ্যাভি বারকোভিটস শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে চুক্তি স্থাপনায় ভূমিকার জন্য তাদের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

জ্যারেড কুশনার সাবেক মার্কিন প্রেসিডেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা এবং অ্যাভি বারকোভিটস মধ্যপ্রাচ্যের দূত। সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে ইসরায়েলের ঐতিহাসিক চুক্তি স্থাপনে এই দুইজন প্রধান ভূমিকা পালন করেছেন।

কুশনার এক বিবৃতিতে বলেছেন, তাকে মনোনীত করায় তিনি সম্মানিত বোধ করছেন।

এদিকে জো বাইডেন প্রশাসন ট্রাম্পের আমলে নেওয়া সকল জাতীয় নিরাপত্তা চুক্তি শিগগিরই পর্যালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

ইত্তেফাক/এসআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here