জানুয়ারিতে গেলো ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স

0
78

বাংলা খবর ডেস্ক:
চলতি বছরের প্রথম মাসে দেশে ১৯৬ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ হাজার ৬০০ কোটি টাকার বেশি (প্রতি ডলার ৮৫ টাকা হিসাবে)। গত বছরের জানুয়ারির তুলনায় এই জানুয়ারিতে ১৯.৭৮ শতাংশ বেশি রেমিট্যান্স পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স গিয়েছে ১৪.৯০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৪.৯৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আগের কয়েক মাসের তুলনায় জানুয়ারিতে রেমিট্যান্স কিছুটা কমেছে। শেষ পাঁচ মাসের সঙ্গে তুলনায় জানুয়ারিতে ২০০ কোটি ডলারের নিচে নেমেছে রেমিট্যান্স। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংশ্লিষ্ট একজন কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here