চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

0
90
মমিনুল হক। ছবি: সংগৃহীত

বাংলা খবর ডেস্ক:
চট্টগ্রামে টেস্ট সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

যহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৭ ব্যাটসম্যান, ৩ স্পিনার ও ১ পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ একাদশে অভিষেক হচ্ছে ৩ ক্রিকেটারের।

সাদা পোশাকে দুই দলের শেষ ৫ দেখায়, ক্যারিবীয়দের তিন জয়ের বিপরীতে দুই জয় আছে বাংলাদেশের। পরিসংখ্যানে স্বাগতিকরা পিছিয়ে আছে এমনটা মনে হলেও একটা জায়গায় ঠিকই স্বস্তি খুঁজে নিতে পারে মমিনুলরা। তা হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে পাওয়া শেষ দুই টেস্ট জয়। ২০১৮ সালে দু’দলের মধ্যকার শেষ টেস্ট সিরিজে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। দাপুটে সেই সিরিজ জয় নিশ্চিতভাবে এই সিরিজেও অনুপ্রেরণা যোগাবে মমিনুলদের।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জারমেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), শায়েন মসেলে, এনক্রুমাহ বোনার, জশুয়া ডে সিলভা, কাইল মায়ার্স, রাহকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকান, কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here