জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু

0
66

বাংলা খবর ডেস্ক:
জাতিসংঘের নতুন মহাসচিব নিয়োগে নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির নতুন মহাসচিব নির্বাচনে এই প্রক্রিয়ার ঘোষণা করা হয়। সংস্থাটির বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দ্বিতীয় মেয়াদেও এই পদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। সাবেক এই পর্তুগিজ প্রধানমন্ত্রী দ্বিতীয় মেয়াদে নির্বাচনের জন্য নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সমর্থন পাচ্ছেন।

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে গৃহীত এক চিঠিতে বলা হয়, প্রার্থীদের প্রমাণিত নেতৃত্ব ব্যবস্থাপনা দক্ষতা এবং আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে ব্যাপক অভিজ্ঞতা, বলিষ্ঠ কূটনৈতিক দক্ষতা, যোগাযোগ ও বহুভাষিক দক্ষতা থাকতে হবে। অন্তত একটি দেশ ২০২২-২০২৬ মেয়াদে জাতিসংঘের নতুন মহাসচিব হিসেবে একজন নারীকে দেখতে চায়। হন্ডুরাস মহাসচিব হিসেবে একজন নারীকে নির্বাচিত করার দাবী জানিয়েছে। ১৯৪৫ সালে জাতিসঙ্ঘ প্রতিষ্ঠার পর থেকে সকল মহাসচিবই ছিলেন পুরুষ।

আগামী মে-জুন নাগাদ সংস্থাটি প্রার্থীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে মহাসচিব নির্বাচন প্রক্রিয়া শুরু করবে।

সূত্র : বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here