রাজনীতিকে ফেসবুকে আর স্থান “না”

0
75

বাংলা খবর ডেস্ক:
রাজনীতি বড় বালাই। বিশ্বের যেকোনো প্রান্তেই রাজনীতি তার জায়গা করে নেয়। তবে এবার সেখানেই নয়া পদক্ষেপ নিল ফেসবুক। এনডিটিভি সূত্রে খবর, রাজনীতির বেশকিছু অংশকে ফেসবুক আর গ্রহণ করবে না। রাজনীতিকে তারা ফেসবুকে আর স্থান দেবে না। জানা গেছে কানাডা, ব্রাজিল, ইন্দোনেশিয়াতে চলতি সপ্তাহেই এই নিষেধ জারি করেছে ফেসবুক। আগামী সপ্তাহে মার্কিন দেশেও এই নিষেধ জারি হবে। ফেসবুকের চিফ এক্সিকিউটিভ অফিসার মার্ক জুকারবার্গ বলেছেন, ফেসবুকের উষ্ণতা তিনি কমাতে চান।
ফলে একে সবার আগে রাজনীতিমুক্ত করতে হবে। তারা রাজনীতির কাদা ছোঁড়াছুঁড়ি করতে চান না ফেসবুকে। তবে সামাজিক সাইট হওয়ার ক্ষেত্রে তারা এটিকে রুখতেও পারছেন না। বিশ্বের সবথেকে বড় সামাজিক সাইট হিসাবে পরিচিত ফেসবুক জানিয়েছে, তারা বেশ কয়েকটি রাজনৈতিক দলকে টার্গেট করেছে। কোনো ধরনের বিদ্বেষমূলক আচরণ যাতে ফেসবুক থেকে না ছড়ায় সেদিকে তারা নজর রাখছেন। মার্ক জুকারবার্গ জানিয়েছেন, তারা একটি বিকল্প সফটওয়ার তৈরি করছেন যার ফলে দ্রুত তারা বিদ্বেষমূলক মন্তব্যকে ধরতে পারবেন। সেইমত ফেসবুক ইউজার সেটি পোস্ট করা মাত্রই সেটিকে তারা স্ক্যান করবেন। এরপর তারা সহজেই বিচার করতে পারবেন এটি কোন ধরনের মন্তব্য। সেইমত এটি তারা প্রকাশ হতে দেবেন না। গোটা ঘটনাটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই হবে। ফলে ইউজার সহজেই বুঝতে পারবেন তার মন্তব্যটি কেন পোস্ট হল না। ইতিমধ্যে তারা এ বিষয়ে কাজ করতে শুরু করে দিয়েছেন। আগামীদিনে বিশ্বের প্রতিটি দেশেই এটি ছড়িয়ে পড়বে। তবে এক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের ফেসবুক পেজগুলি বেশি মাত্রায় নজরে থাকবে বলে জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিতর্কের ঝড়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here