ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট ওয়েস্ট ইন্ডিজের

0
78

বাংলা খবর ডেস্ক:
ব্যাটিংয়ের পর বোলিংয়েও দাপট দেখালো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ৪০৯ রানের বিপরীতে প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ১০৫/৪।

সফরকারীদের বড় ইনিংসের পর ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের। ১৫ ওভারেই ৪ উইকেট হারায় স্বাগতিকরা। ধস ঠেকাতে মাটি কামড়ে ব্যাট করেন মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুন। দিনশেষে ৬১ বল খেলে মুশফিকের সংগ্রহ ২৭ হলেও সমপরিমাণ বলে মিঠুন করেন মাত্র ৬ রান।

শুরুটা মোটেও ভালো করেনি বাংলাদেশ। দলীয় ১১ রানেই সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত বিদায় নিলে তামিম ইকবালের সঙ্গে বড় জুটি গড়তে ধীর ব্যাট করতে থাকেন অধিনায়ক মুমিনুল হক।
তামিম-মুমিনুলের ৫২ রানের জুটিতে ছেদ করেন রাকিম কর্নওয়াল। ১৪তম ওভারের শেষ বলে ক্যারিবীয় স্পিনারকে খেলতে গিয়ে জশুয়া ডি সিলভার তালুবনিন্দ হন মুমিনুল হক। বিদায়ের আগে ৩৯ বলে ২১ করেন টাইগার অধিনায়ক। এক ওভারের ব্যবধানে তামিম ইকবালও ক্রিজ ছাড়েন। ফিফটির দোরগড়ায় থাকা টাইগার ওপেনার আলজারি জোসেফের বল খেলতে গিয়ে মোজলের তালুবন্দি হন। বিদায়ের আগে ৫২ বলে ৪৪ করেন তিনি।

ওপেনিংয়ে খেলতে নেমে প্রথম ওভারেই শূন্য রানে ক্রিজ ছাড়েন সৌম্য সরকার। শ্যানন গ্যাব্রিয়েলের বল খেলতে গিয়ে শেন মোজলের হস্তগত হন সাকিবের পরিবর্তে খেলতে নামা এই বাঁহাতি।
পরের ওভারেই একটি চার হাঁকিয়ে সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। গ্যাব্রিয়েলের দ্বিতীয় ওভারে এনক্রুমাহ বনারের হাতে বল তুলে দেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শ্যানন গ্যাব্রিয়েল দুই, আলজারি জোসেফ ও রাকিম কর্নওয়াল একটি করে উইকেট নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here