বসুন্ধরার কাছে বিধ্বস্ত আবাহনী

0
82

বাংলা খবর ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে বসুন্ধরা কিংসের কাছে বিধ্বস্ত হলো অপর জায়ান্ট দল আবাহনী লিমিটেড। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনীকে ৪-১ গোলে হারায় অস্কার ব্রুজোনের শিষ্যরা। ম্যাচে জোড়া গোল করেন শিরোপাধারী বসুুন্ধরার আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বাসেরা। একটি করে গোল পান খালেদ শাফেই ও ফার্নান্দেস। আবাহনীর হয়ে শেষ মুহূর্তে এক গোল শোধ দেন কার্ভেন্স বেলফোর্ট। আবাহনীর বিপক্ষে পাঁচ ম্যাচের চারটিতেই জয় দেখলো বসুন্ধরা কিংস। আর লীগে বসুন্ধরার কাছে টানা তৃতীয় হার আসরের সফল দল আবাহনীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here