ম্যানচেস্টার সিটির একচ্ছত্র আধিপত্য

0
434

বাংলা খবর ডেস্ক:
নভেম্বর থেকে মার্চ। ইংলিশ ফুটবলে ম্যানচেস্টার সিটির একচ্ছত্র আধিপত্য। প্রিমিয়ার লীগে শিরোপা দৌড়ে অনেক এগিয়ে। ফাইনাল নিশ্চিত হয়েছে লীগ কাপের। সিটিজেনদের দাপট চলছে ইউরোপসেরার প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লীগেও। কোয়ার্টার ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার দল। ইংলিশ ঘরোয়া আসরে এক মৌসুমে তিন শিরোপা জয়ের আশা ভেস্তে যেতে বসেছিল ম্যানসিটির। শনিবার রাতে এফএ কাপ কোয়ার্টার ফাইনালে এভারটন ৮৪ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল সিটিজেনদের।
শেষ ৬ মিনিটে ২ গোল করে টানা তৃতীয় এফএ কাপের শেষ চারে নাম লেখায় ম্যানচেস্টারের আকাশী-নীলরা।

৮৪তম মিনিটে ইলকাই গিনদোয়ান ও ৯০ মিনিটে গোল করেন কেভিন ডি ব্রুইনা। ২০১৬ সালের পর এফএ কাপের শেষ আটের বাধা পেরোতে না পারা এভারটন কোচ কার্লো আনচেলত্তির আক্ষেপ নেই সিটির কাছে হারে। ম্যানসিটিকে বর্তমান সময়ে সেরা ক্লাব বলেও মন্তব্য করেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ। আনচেলত্তি বলেন, ‘আমরা ৮০ মিনিট পর্যন্ত লড়াই করতে পেরেছি। আমরা দারুণ লড়েছি এটাই সার্থকতা। ম্যানচেস্টার সিটি সাধারণ কোনো দল নয়। আমার মতে তারা বিশ্বসেরা দল।’

অবিশ্বাস্য পথচলায় চলতি মৌসুমের চারটি শিরোপার লড়াইয়ে ফেভারিট ম্যানসিটি। প্রত্যাশার চেয়েও দলের ভালো পারফরমেন্সে উচ্ছ্বসিত সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, ‘গত চার মাসে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে আমাদের। সময়টাও বেশ কঠিন ছিল। সবকিছুর সঙ্গে মানিয়ে নিয়ে প্রতিটি ম্যাচে দৃঢ় মনোবল নিয়ে মাঠে নামায় এই সাফল্য। দলের পারফরমেন্স প্রত্যাশার চেয়েও ভালো। এটা সত্যিই অভাবনীয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here