বঙ্গবন্ধু বিপিএল: রাজশাহী রয়্যালসে আন্দ্রে রাসেল

0
484

বাংলা  খবর ডেস্ক: আসন্ন বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফটে ছিল না ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেলের নাম। তবে ড্রাফট শেষে ঠিকই বিপিএলে নাম লিখিয়েছেন এই টি-টোয়েন্টির মারকুটে অলরাউন্ডার। নিয়ম অনুযায়ী রাসেলকে দলে ভিড়িয়েছে রাজশাহী রয়্যালস।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে রাসেলকে দলে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী। এর আগে পাকিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে চুক্তির কথা জানিয়েছিল দলটি।

নিয়ম অনুযায়ী, ড্রাফটের বাইরে যেকোনো দুজন ক্রিকেটারকে দলে ভেড়াতে পারবে দলগুলো। সে অনুযায়ী, মালিকের পর এবার রাসেলকে দলে টানল রাজশাহী। গত আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন রাসেল। আসরে ব্যাট হাতে ২৯৯ নেওয়ার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৪ উইকেট।

আসন্ন বিপিএলে রাজশাহীর হয়ে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান ওয়াইজ শাহ। সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার রাজিন সালেহকে।

রাজশাহী রয়্যালস স্কোয়াড:

দেশি : লিটন দাস, আফিফ হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালী, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শুক্কুর, মিনহাজুল আবেদিন আফ্রিদি, নাহিদুল ইসলাম।

বিদেশি : আন্দ্রে রাসেল, শোয়েব মালিক, হজরতউল্লাহ জাজাই, রবি বোপারা, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here