৫০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৬

0
557

বাংলা খবর ডেস্ক: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে ৫০ লাখ টাকার জাল নোটসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ।

মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, সাইফুল ইসলাম ওরফে রনি (৩১), গিয়াস উদ্দিন (৩৬), আজাহার আলী (৩৯), আসিফ (২৭), জীবন বেপারী (২৯) ও ফোরকান (২৭)।

মাসুদুর রহমান বলেন, ‘২৫ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় কামরাঙ্গীরচর থানার কামাল সাহেবের নির্মাণাধীন আর কে টাওয়ারে অভিযান পরিচালনা করে ৫০ লাখ টাকার জাল নোটসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা প্রতি লাখ জাল টাকা বিক্রি করত ৮ থেকে ১০ হাজার টাকায়। এর পর হাত বদল হতে থাকে আর বাড়তে থাকে নোটের দাম।’

মাসুদুর রহমান বলেন, ‘গ্রেফতারের সময় জাল নোট তৈরির কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, চারটি কালার প্রিন্টার, একটি ফয়েল পেপার রোল, এক বান্ডিল কাগজ, দুটি অ্যান্টিকাটার, দুটি স্টিলের স্কেল, ১৫টি অব্যবহৃত কালির কৌটা এবং ১০টি প্রিন্টারের ব্যবহৃত রিফিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় নিয়মিত আইনে মামলা দায়ের করা হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here